সুর্যতে ধরা পড়ল ৫০টি পৃথিবীর সমান গর্ত!
সূর্যে বিরাট বড় গর্তের সন্ধান পেল নাসা। আরও ভাল করে বললে নাসার স্পেসক্রাফট। সেটি গত ১০ অক্টোবর একটি ছবি তুলেছে। যে ছবিতে দেখা যাচ্ছে সূর্যের মধ্যে একটি বিরাট গর্ত দেখা যাচ্ছে।
ওয়েব ডেস্ক: সূর্যে বিরাট বড় গর্তের সন্ধান পেল নাসা। আরও ভাল করে বললে নাসার স্পেসক্রাফট। সেটি গত ১০ অক্টোবর একটি ছবি তুলেছে। যে ছবিতে দেখা যাচ্ছে সূর্যের মধ্যে একটি বিরাট গর্ত দেখা যাচ্ছে।
প্রশ্ন জাগতে পারে গর্তটা ঠিক কত বড়? নাসার পক্ষ থেকে উত্তরটা হল, অন্তত ৫০টি পৃথিবীর সমান! আর ওই গর্তের উপরে বিশাল বড় বড় আগুনের লেলিহান শিখা উঠছে। সেটাও সূর্য থেকে অন্তত ৮০০ কিলোমিটার উপর পর্যন্ত ধেয়ে আসছে প্রতি সেকেণ্ডে।
এখনও পর্যন্ত আগুনের শিখা যতটা উপরে উঠছে, তাতে ভয়ের বিশেষ কারণ নেই। কিন্তু বিজ্ঞানীরা পরিষ্কার করে বলে দিয়েছেন যে, আগুনের শিখা আরও উপরে উঠলে পৃথিবীর অনেক স্যাটেলাইটই খতম হয়ে যাবে।