কোরবানির সময় ফসকে যাওয়া ছুরির আঘাতে মৃত্যু হল শিশুর
এদিন সকালে বাড়ির উঠোনে গরু কোরবানি হচ্ছিল। সেই সময়ে আশেপাশে দাঁড়িয়েছিল বাড়ির শিশুরা।
নিজস্ব প্রতিবেদন : আনন্দের উত্সবে নেমে এল বিষাদের ছায়া। সোমবার সকালে বাংলাদেশের উত্তর বড়কান্দি গ্রামে কোরবানির সময়ে হাত ফসকে ছিটকে যাওয়া ছুরি গেঁথে যায় পাশে দাঁড়িয়ে থাকা এক শিশুর পেটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর দশের মৌমিতা আখতারের।
আরও পড়ুন : দুই দেশের মতপার্থক্য কখনও বিতর্কিত বিষয় হওয়া উচিত নয়, বেজিংয়ে বার্তা বিদেশমন্ত্রীর
প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন সকালে বাড়ির উঠোনে গরু কোরবানি হচ্ছিল। সেই সময়ে আশেপাশে দাঁড়িয়েছিল বাড়ির শিশুরা। এক প্রত্যক্ষদর্শী বলেন, "কোরবানির সময়ে গরুটি ছটফট করতে শুরু করে। সেই সময়ে কসাইয়ের হাত থেকে ছুরি ছিটকে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়।" গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় হাসপাতালের চিকিত্সক শশাঙ্ক ঘোষ জানান, ছুরির আঘাতে মেয়েটির পেটের ভেতর থেকে ফুসফুস পর্যন্ত এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।