৫ লক্ষ মানুষের মৃত্যু! আক্রান্ত ১ কোটি, কোভিড হানায় জর্জরিত বিশ্ব

সারা বিশ্বে এখন মোট আক্রান্ত ১ কোটি ২ লক্ষর আশেপাশে।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jun 29, 2020, 02:00 PM IST
৫ লক্ষ মানুষের মৃত্যু! আক্রান্ত ১ কোটি, কোভিড হানায় জর্জরিত বিশ্ব
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: প্রায় সারা বিশ্বেই আতঙ্কের আরেক নাম নোভেল করোনা। মোট আক্রান্ত ১ কোটি ছাড়িয়েছে। আর মোট মৃত্যু ছাড়িয়েছে ৫ লক্ষ।
চিন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়লেও এখন করোনার প্রাণ কেন্দ্র  আমেরিকা। মার্কিন মুলুকে ২৬ লক্ষ ৩৭ হাজার ৭৭ জন করোনা আক্রান্ত। মোট মৃত্যু ১ লক্ষ ২৮ হাজার ৪৩৭।  সারা বিশ্বের মোট করোনা আক্রান্তর একটা বড় অংশের ঠিকানা ট্রাম্পের দেশ।

আরও পড়ুন: করোনা কেড়ে নিল বাংলাদেশের প্রতিরক্ষা সচিব আবদুল্লাহর প্রাণ

এরপরই করোনা থাবায় বেহাল ব্রাজিল। সেখানে ১৩ লক্ষ ৪৫ হাজার ২৫৪ জন কোভিডের কবলে। মোট প্রাণ হারিয়েছেন ৫৭ হাজার ৬৫৮। এরপর পুতিনের রাশিয়া। রাশিয়ায় নোভেল আক্রান্ত ৬ লক্ষ ৩৪ হাজার ৪৩৭। মোট মৃত্যু ৯ হাজার ৭৩। রাশিয়ার থেকে ভারতে আক্রান্তর সংখ্যা কম কিন্তু মৃতের সংখ্যা বেশি। ভারতে মোট সক্রিয় করোনা আক্রান্ত ২ লক্ষ ১০ হাজার ১২০। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ২১ হাজার ৭২২। মোট প্রাণ হারিয়েছেন এপর্যন্ত ১৬ হাজার ৪৭৫ জন।
করোনা যে পুরোপুরি জাল বিস্তার করে দাপিয়ে বেড়াচ্ছে তার প্রমাণ এই পরিসংখ্যানই দিচ্ছে। সারা বিশ্বে এখন মোট আক্রান্ত ১ কোটি ২ লক্ষর আশেপাশে।

.