জনপ্রিয়তার ভাটায় অবশেষে অরকুট বন্ধ করছে গুগল

অরকুটের হাত দিয়েই প্রথম সোশ্যাল নেটওয়ার্কিং শুরু করেছিল গুগল। কিন্তু এবার সেই অরকুটই বন্ধ করতে চলেছে গুগল। সোমবার গুগলের তরপে এই ঘোষনা করা হয়। তবে অরকুট বন্ধ করলেও অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং ব্যবসা ইউটিউব, ব্লগার ও গুগল প্লাস চলবে বলে জানানো হয়।

Updated By: Jul 1, 2014, 08:56 PM IST

অরকুটের হাত দিয়েই প্রথম সোশ্যাল নেটওয়ার্কিং শুরু করেছিল গুগল। কিন্তু এবার সেই অরকুটই বন্ধ করতে চলেছে গুগল। সোমবার গুগলের তরপে এই ঘোষনা করা হয়। তবে অরকুট বন্ধ করলেও অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং ব্যবসা ইউটিউব, ব্লগার ও গুগল প্লাস চলবে বলে জানানো হয়।

এক দশক আগে প্রথম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হিসেবে অরকুট নিয়ে আসে গুগল। ব্রাজিল ও অন্যান্য কিছু দেশে প্রথমে জনপ্রিয় হলেও পরে ফেসবুকের প্রতিযোগিতায় জনপ্রিয়তায় ভাটা পড়ে অরকুটে। এমনকী, ২০১১ সালে লঞ্চ করা গুগল প্লাসও চলছে খুড়িয়ে। সোমবারের পর থেকে আর কোনও নতুন অ্যাকাউন্ট খোলা যাবে না অরকুটে। সার্ভিস সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে ৩০ সেপ্টেম্বর।

ইউজাররা এই সময়ের মধ্যে নিজের প্রোফাইলের তথ্য, পোস্ট ও ছবি সরিয়ে ফেলতে পারবেন গুগল টেকআউটের সাহায্যে। গুগল টেকআউটে এইসব তথ্য থেকে যাবে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

.