রাস্তার নাম হিটলার স্কোয়ার লিখে জিভ কাটল গুগল

গুগল ম্যাপে বার্লিনের এক গুরুত্বপূর্ণ রাস্তার নাম লেখা হয় হিটলার স্কোয়ার। এখন এই রাস্তার নাম থিওডোর হুয়েস-প্লাজ (Theodor-Heuss-Platz)। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পশ্চিম জার্মানির প্রথম প্রেসিডেন্ট থিওডোর হুয়েসের নামে এই রাস্তা। অথচ গুগলের মারাত্মক ভুলে সেই রাস্তা হয়ে যায় হিটলারের নামে (অ্যাডলফ হিটলার প্ল্যাটজ)। গুগল ম্যাপে হিটলার স্কোয়ারকে দেখতে হুড়হুড়ি পড়ে যায়।

Updated By: Jan 11, 2014, 06:06 PM IST

-----------------------------------------------
গুগল ম্যাপে বার্লিনের এক গুরুত্বপূর্ণ রাস্তার নাম লেখা হয় হিটলার স্কোয়ার। এখন এই রাস্তার নাম থিওডোর হুয়েস-প্লাজ (Theodor-Heuss-Platz)। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পশ্চিম জার্মানির প্রথম প্রেসিডেন্ট থিওডোর হুয়েসের নামে এই রাস্তা। অথচ গুগলের মারাত্মক ভুলে সেই রাস্তা হয়ে যায় হিটলারের নামে (অ্যাডলফ হিটলার প্ল্যাটজ)। গুগল ম্যাপে হিটলার স্কোয়ারকে দেখতে হুড়হুড়ি পড়ে যায়।

গুগল ম্যাপে পশ্চিম বার্লিনের একটি রাস্তার মোড় নাত্‍সি যুগের দেওয়া ন‍ামে চিহ্নিত করায় ক্ষমা চেয়েছে গুগল। গুগলের ম‍ুখপাত্র লিনা ওয়াগনার বলেন, রাস্তার নাম ভুল ধরা পরার পর আমরা সঙ্গে সঙ্গে সেটা সরিয়ে ফেলি। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রসঙ্গত, ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত হিটলারের শাসনামলে জার্মানিতে অনেকগুলো রাস্তা ও মোড় হিটলারের নামে নামকরণ করা হয়। কিন্তু এখন হিটলারের নামে রাস্তা হলে সে রাস্তায় পা না বাড়িয়ে সবাই থুতু ফেলবে এমন কথা লিখলেন জার্মানির এক অভিনেতা।

.