তাঁর নামে প্রচারিত ফতোয়া সম্পূর্ণ ভুয়ো, জানালেন সৌদির গ্র্যান্ড মুফতি
তাঁর নাম প্রচারিত ফতোয়ার কথা ভুয়ো, মিথ্যে। দাবি করলেন সৌদির গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ অল-আশেইখ।
ওয়েব ডেস্ক: তাঁর নামে প্রচারিত ফতোয়ার কথা ভুয়ো, মিথ্যে। দাবি করলেন সৌদির গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ অল-আশেইখ।
সৌদি প্রেস এজেন্সিতে গ্র্যান্ড মুফতি জানিয়েছেন, ইসলামকে কালিমালিপ্ত করতেই তাঁর নামে এই ধরণের খবর ছড়ানো হচ্ছে। তিনি বলেছেন ''ইসলামের মূল বক্তব্য থেকে একটি জাতিকে ঐক্যবদ্ধ করে রাখার প্রয়াসকে রুদ্ধ করতে এই ধরণের অপ্রাসঙ্গিক ইস্যুর মাধ্যমে সেই জাতিকে বিচ্ছিন্ন করার প্রয়াস চলছে।'' তাঁর দাবি এই কাজ ইসলাম বিরোধীদের।
''এই ফতোয়া সম্পূর্ণ মিথ্যে...ইসলামের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই ধরণের কথা বার্তা ছড়ানো হচ্ছে। কোনও রকম প্রত্যাশা ছাড়াই নারী-পুরুষের মধ্যে সম্মানজনক সম্পর্কের বার্তা দেয় ইসলাম।'' বলেছেন গ্র্যান্ড মুফতি।