বাজ পড়ে ভাঙল উড়ন্ত প্লেনের নাক, গর্ত নিয়েই উড়ল ৮ ঘণ্টা

আইসল্যান্ড থেকে ডেনভারগামী এক বোয়িং বিমানে ঘটল এক মারাত্মক কাণ্ড। বাজের আঘাত ভেঙে গেল ওই বিমানের সামনের অংশ। অথচ তা টেরই পেলেন না চালক। ফলে ভাঙা নাক নিয়েই অত্যন্ত বিপজ্জনকভাবে আট ঘণ্টা ধরে ৩ হাজার ৭০০ মাইল পথ পেরিয়ে উড়ে চলল সেই বিমান। অবশ্য ভাগ্যক্রমে ডেনেভার বিমানবন্দরে যাত্রীদের নিয়ে নামে বিমানটি। যাত্রীরা কেউ আহত হননি। তবে কী করে সামনের অংশ ফুটো থাকার পরেও কোনও বিপদ ঘটল না তা নিয়ে যাত্রীরা অবাক। যাত্রীরা অবশ্য বললেন, তারা বুঝতে পেরেছিলেন টেক অফের সামান্য পরেই এই বিমানে বাজ পড়েছে।

Updated By: Apr 10, 2015, 04:24 PM IST
বাজ পড়ে ভাঙল উড়ন্ত প্লেনের নাক, গর্ত নিয়েই উড়ল ৮ ঘণ্টা
ছবি-ফেসবুক থেকে।

ওয়েব ডেস্ক: আইসল্যান্ড থেকে ডেনভারগামী এক বোয়িং বিমানে ঘটল এক মারাত্মক কাণ্ড। বাজের আঘাত ভেঙে গেল ওই বিমানের সামনের অংশ। অথচ তা টেরই পেলেন না চালক। ফলে ভাঙা নাক নিয়েই অত্যন্ত বিপজ্জনকভাবে আট ঘণ্টা ধরে ৩ হাজার ৭০০ মাইল পথ পেরিয়ে উড়ে চলল সেই বিমান। অবশ্য ভাগ্যক্রমে ডেনেভার বিমানবন্দরে যাত্রীদের নিয়ে নামে বিমানটি। যাত্রীরা কেউ আহত হননি। তবে কী করে সামনের অংশ ফুটো থাকার পরেও কোনও বিপদ ঘটল না তা নিয়ে যাত্রীরা অবাক। যাত্রীরা অবশ্য বললেন, তারা বুঝতে পেরেছিলেন টেক অফের সামান্য পরেই এই বিমানে বাজ পড়েছে।

.