পদত্যাগ করলেন গ্রিসের প্রধানমন্ত্রী সিপ্রাস, ডাক দিলেন নির্বাচন এগিয়ে আনার

পদত্যাগ করলেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্স সিপ্রাস। নির্বাচন এগিয়ে আনার ডাক দিলেন তিনি।

Updated By: Aug 21, 2015, 12:10 AM IST
পদত্যাগ করলেন গ্রিসের প্রধানমন্ত্রী সিপ্রাস, ডাক দিলেন নির্বাচন এগিয়ে আনার

ওয়েব ডেস্ক: পদত্যাগ করলেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্স সিপ্রাস। নির্বাচন এগিয়ে আনার ডাক দিলেন তিনি।

নির্বাচনে জিতে চলতি বছর ক্ষমতায় এসেছিলেন বামপন্থী সিপ্রাস। পদত্যাগের সময় সিপ্রাস জানিয়েছেন এই মুহূর্তে ক্ষমতায় থেকে সরে যাওয়া তাঁর নৈতিক দায়িত্ব।

এখনও পর্যন্ত গ্রিসের নির্বাচনের নির্দিষ্ট দিন ঠিক না হলেও আগের খবর অনুযায়ী ২০ সেপ্টেম্বর এই নির্বাচন হওয়ার কথা।

সিপ্রাসের নেতৃত্বেই নির্বাচনে অংশগ্রহণ করবে তাঁর দল সিরিজা। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তাঁর চুক্তিতে ক্ষুব্ধ সিরিজারই একাংশ।

বেলআইউটের বদলে ইউরোজোনে গ্রিসের সদস্যপদ সুরক্ষিত করতে সিপ্রাসের সিদ্ধান্তের কর ব্যবস্থা আরও কঠোর হয়েছে সে দেশে। ফলে ক্ষুব্ধ গ্রিসের সাধারণ মানুষের বড় অংশ।

 

 

.