গ্রিসের ঋণ সমস্যার ধাক্কা বিশ্ব বাজারে, মুখ থুবড়ে পড়ল সেনসেক্সও

গ্রিসের ঋণ সমস্যার ধাক্কা বিশ্ব বাজারেও। এশিয়াজুড়ে শেয়ারবাজারে ধস। ধস নামল মুম্বইয়ের শেয়ার বাজারে। সকালে সেনসেক্স পড়ল ছশো পয়েন্টেরও বেশি। নিম্নমুখী নিফটিও। বাজার খুলতেই সূচক নামলো দেড়শো পয়েন্ট।

Updated By: Jun 29, 2015, 02:15 PM IST
 গ্রিসের ঋণ সমস্যার ধাক্কা বিশ্ব বাজারে, মুখ থুবড়ে পড়ল সেনসেক্সও

ওয়েব ডেস্ক: গ্রিসের ঋণ সমস্যার ধাক্কা বিশ্ব বাজারেও। এশিয়াজুড়ে শেয়ারবাজারে ধস। ধস নামল মুম্বইয়ের শেয়ার বাজারে। সকালে সেনসেক্স পড়ল ছশো পয়েন্টেরও বেশি। নিম্নমুখী নিফটিও। বাজার খুলতেই সূচক নামলো দেড়শো পয়েন্ট।

এদিকে ঋণ সঙ্কট সামলাতে  ৬ জুলাই অবধি ব্যাঙ্ক বন্ধ রাখবে গ্রিস। টাকা তোলা ও টাকা সরানোর ওপরেও নিষেধাজ্ঞা জারি হবে। এটিএমে মাত্র একদিনে ৬০ ইউরো পর্যন্ত টাকা তোলা যাবে।  

গ্রিসকে জরুরি ভিত্তিতে দেওয়া ঋণের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাঙ্ক। ৩০ জুলাইয়ের মধ্যে ইন্টারন্যাশানাল মনেটারি ফান্ডকে ১.৮ বিলিয়ন ডলার না দিতে পারলে ডিফল্টার ঘোষণা করা হবে গ্রিসকে।

.