মনের ভয় মুখে, কিমের হুমকির আবহে গুয়াম রেডিওয় সম্প্রচারিত ভুল বিপদবার্তা

Updated By: Aug 15, 2017, 06:14 PM IST
মনের ভয় মুখে, কিমের হুমকির আবহে গুয়াম রেডিওয় সম্প্রচারিত ভুল বিপদবার্তা

ওয়েব ডেস্ক: অবচেতনের ভয় চলে এল প্রকাশ্যে। কয়েক দিন ধরে কিমের কোরিয়ার লাগাতার হুমকির মুখে মার্কিন দ্বীপ গুয়াম। সাত হাজার মার্কিন সেনা দ্বারা 'সুরক্ষিত' গুয়ামকে গুঁড়িয়ে দেওয়া একপ্রকার অসাধ্য বলে দাবি করা হলেও এই দ্বীপ রাষ্ট্রের সাধারণ মানুষের মনে ভয় যে কতটা গভীরে দানা বেঁধেছে তা আজ প্রকাশ পেয়ে গেল সেখানকার দুই রেডিও স্টেশনের ভুল 'এমার্জেন্সি' বিপদ সম্প্রচারের মাধ্যমে। মিনিট ১৫-এর জন্য সম্প্রচারিত হয় এই বার্তা। এমন সম্প্রচারের কথা জানতেই হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টা ভরসা দিয়ে জানান, সাধারণ গুয়ামিয়ানরা সম্পূর্ণ নিরাপদ, ভয়ের কোনও কারণ নেই।

উল্লেখ্য, গত সপ্তাহে মার্কিন ঘাঁটি গুয়ামকে আক্রমণ করে আমেরিকাকে হুমকি দেয় উত্তর কোরিয়া। আর তারপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে জানান যে, তাঁর সেনাবাহিনী কিমের কোরিয়াকে শিক্ষা দেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। এর মধ্যেই অবশ্য আজ উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে যে, তারা প্রথমে আমেরিকার উপর আঘাত হানবে না, বরং তারা আমেরিকার গতিবিধির উপর নজর রাখাকেই আপাতত আগ্রাধিকার দিচ্ছে। (আরও পড়ুন- আগ বাড়িয়ে আক্রমণে যেতে নারাজ কিমের কোরিয়া)

.