ঈদের কোলাকুলিতে আত্মঘাতী বোমায় প্রাণ হারালেন আফগান প্রেসিডেন্টের ভাই
কান্দাহার: আফগানিস্তানে সন্ত্রাসবাদের শিকার এবার খোদ প্রেসিডেন্টের আত্মীয়।
কান্দাহার: আফগানিস্তানে সন্ত্রাসবাদের শিকার এবার খোদ প্রেসিডেন্টের আত্মীয়। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের পিসতুতো ভাই হাসমাত কারজাই মারা গেলেন আত্মঘাতী জঙ্গির বোমায়। আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে চাপা উত্তেজনার মাঝেই এই ঘটনা ঘটল।
রামদান মাস শেষে কান্দাহারে হাসমাতের কাছে ঈদের শুভেচ্ছা জানাতে এসে লুকিয়ে পাগড়িতে বোমা বেধে আসে সেই আত্মঘাতী জঙ্গি। হাসমাতকে শুভেচ্ছা জানানোর জন্য কোলাকুলি করতে আসে সেই জঙ্গি। হাসমাত সেই জঙ্গিকে জড়িয়ে ধরতেই বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মারা যান প্রেসিডেন্টের ভাই। এই হাসমাতকে দুনিয়া চিনত সিংহ পালক রাজনীতিবিদ হিসাবে। পোষা সিংহকে হাসমাতের ছবি দেদার শেয়ার হয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।
প্রেসিডেন্ট নির্বাচনে এই হাসমাত ঘানির প্রচার প্রধান হিসাবে কাজ করেছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনে ঘানির প্রধান প্রতিপক্ষ আবদুল্লা আবদুল্লার সঙ্গে ক মাস ধরেই খুব বিবাদ চলছে। ভোট গণনার প্রাথমকি পর্বে এগিয়ে রয়েছেন ঘানি। কিন্তু আবদুল্লা কিছুতেই ভোটের রায় মেনে নিতে রাজি নন। আবদুল্লার অভিযোগ কারজাই পরিবারের ষড়যন্ত্রে তাঁকে জোর করে হারানো হচ্ছে। প্রাথমিক ধারণা সেই বিবাদের জেরেই প্রেসিডেন্টের ভাইকে এভাবে খুন হতে হল।