রাতারাতি নদীর জল 'রক্তাক্ত' হওয়ায় চাঞ্চল্য ছড়াল চিনে
হঠাত লাল হয়ে ওঠে পূর্ব চিনের এক নদীর জল । যেন রক্তের স্রোত বইছে। ভয় পেয়ে যান সেখানকার স্থানীয় বাসিন্দারা। জেজিয়াঙ প্রদেশের বাসিন্দারা জানাচ্ছে, বেজিং সময় অনুযায়ী সকাল পাঁচটা অবধি জলের রঙ ঠিক ছিল।
বেজিং: হঠাত লাল হয়ে ওঠে পূর্ব চিনের এক নদীর জল । যেন রক্তের স্রোত বইছে। ভয় পেয়ে যান সেখানকার স্থানীয় বাসিন্দারা। জেজিয়াঙ প্রদেশের বাসিন্দারা জানাচ্ছে, বেজিং সময় অনুযায়ী সকাল পাঁচটা অবধি জলের রঙ ঠিক ছিল। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই জল রক্তাক্ত হয়ে ওঠে। বাতাসে একটা অদ্ভুত গন্ধও ছড়িয়েছে।
ওয়েনজহুর পরিবেশ সুরক্ষা ব্যুরোর বিশেষজ্ঞরা এই রহস্য এখনও ভেদ করে উঠতে পারেননি। তাঁরা মনে করছেন, বেআইনিভাবে জলেতে রঙ মেশানো হতে পারে। এই ক্যানেলের দুধারে কিছু চটকল ও ফুড ফ্যাক্টরি রয়েছে। সেখানকার কোনও বর্জ্য পদার্থ মিশে জলের রঙ পাল্টেছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। তবে পরিবেশ সুরক্ষার প্রধান জেনফেং জিয়াও প্রাকৃতিক কারণকেও উড়িয়ে দিচ্ছেননা। তিনি জানান, শুক্রবার রাতে প্রবল ঝড় বৃষ্টি হয়, তারপরেই জলের রঙ পাল্টে যায়।