তিনটে ভূতুড়ে জায়গা যেখানে রাত্রিবাস অসম্ভব

Updated By: Oct 20, 2015, 01:48 PM IST
তিনটে ভূতুড়ে জায়গা যেখানে রাত্রিবাস অসম্ভব

আপনি কী খুব সাহসী। ভূতে একদম বিশ্বাস করেন না। তাহলে আপনার জন্য এমন তিনটে ভূতুড়ে জায়গার হদিশ থাকল যেখানে রাত্রিবাস নাকি অসম্ভব--

৩) ভালিসকা, লোয়া হত্যা হানাবাড়ি-- মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট্ট শহর ভিলিস্কার এক হানাবাড়ি। ১৯১২ সালে এই বাড়িতেই পাশবিক কায়দায় হত্যা করা হয় গোটা পরিবারকে। কোনওদিনই খোঁজ মেলেনি হত্যাকারীকে। তারপর থেকে বহুবার এই বাড়িতে ভূত বা অপ্রাকৃতিক কোনও কিছু আছে বলে বারবার দাবি করা হয়েছে। অনেকেই বলেন, রাতে এই বাড়ির পাশ দিয়ে গেলে গা-টা কেমন ছমছম করে। এই বাড়িতে রাত কাটানোর খরচ ৪২৮ মার্কিন ডলার। তবে এত খরচ করে সারারাত থাকতে পারলে হয়। গোটা ঘরে কেমন যেন ভয় ভয় গন্ধ...

২) দ্য ক্যুইন ম্যারি, ক্যালিফোর্নিয়া-- বিশ্বের সেরা দশটা হানাবাড়ির মধ্যে রাখা হয় 'দ্য ক্যুইন ম্যারি'কে। মাঝেমাঝেই নাকি একটা সাদা পোশাকের মহিলা ও বাচ্চাকে দেখা যায় এই বাড়িতে। রাতে নাকে কান্নার আওয়াজও শোনা যায়।

১) দ্য শানলি হোটেল, নিউইয়র্ক- ওপর থেকে বোঝা দায় এটা একটা ভুতুড়ে হোটেল। কিন্তু এই হোটেলের বেসমেন্টে যারা গিয়েছে তার এক কথায় স্বীকার করেছে কেমন একটা ভয় ভয় ব্যাপার রয়েছে এই হোটেলে।

.