তাপপ্রবাহে নাজেহাল মার্কিন যুক্তরাষ্ট্র
প্রচণ্ড তাপপ্রবাহে নাজেহাল উত্তরপূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। মার্কিনিদের দাবি, অন্যান্য বারের তুলনায় এবার গরমটা যেন কিছুটা বেশিই। তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গরমে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন একজন।
প্রচণ্ড তাপপ্রবাহে নাজেহাল উত্তরপূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। মার্কিনিদের দাবি, অন্যান্য বারের তুলনায় এবার গরমটা যেন কিছুটা বেশিই। তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গরমে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন একজন।
আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় যন্ত্রণা বাড়িয়েছে চলতি সপ্তাহের গুমোট ভ্যাপসা গরম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহের শেষে ঝড়বৃষ্টির সম্ভবনা থাকলেও এখনও কিন্তু স্বস্তি পাননি মানুষ। উত্তরপূর্বের ১২টি শহরে তাপপ্রবাহ থেকে বাঁচতে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে ন্যাশানাল ওয়েদার সার্ভিস। শুধুই মানুষ নয়, চড়তে থাকা পারদে জেরবার চিড়িয়াখানার বাসিন্দারাও।