পাক চর সন্দেহে জেরা স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিককে
পাকিস্তানকে গোপন তথ্য সরবারহ করার সন্দেহে স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিককে আজ জেরা করা হল। সূত্রের খবর সুমার খান নামের স্বরাষ্ট্রমন্ত্রকের ওই কম্পিউটার বিশেষজ্ঞ পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে গোপন তথ্য সরবারহ করেছিলেন। সম্প্রতি ভারতীয় বায়ু সেনা পোখরানের কাছে সীমান্ত বরাবর `আয়রন ফার্স্ট` কার্যকলাপ প্রদর্শন করে। এই কার্যকলাপের গোপন খবর ইসলামাবাদে সরবারহ করার অপরাধে গত মাসে রাজস্থান পুলিস সুমার খানকে গ্রেফতার করে।
পাকিস্তানকে গোপন তথ্য সরবারহ করার সন্দেহে স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিককে আজ জেরা করা হল। সূত্রের খবর সুমার খান নামের স্বরাষ্ট্রমন্ত্রকের ওই কম্পিউটার বিশেষজ্ঞ পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে গোপন তথ্য সরবারহ করেছিলেন। সম্প্রতি ভারতীয় বায়ু সেনা পোখরানের কাছে সীমান্ত বরাবর `আয়রন ফার্স্ট` কার্যকলাপ প্রদর্শন করে। এই কার্যকলাপের গোপন খবর ইসলামাবাদে সরবারহ করার অপরাধে গত মাসে রাজস্থান পুলিস সুমার খানকে গ্রেফতার করে।
`আয়রন ফার্স্ট` কার্যকলাপটিতে ভারতের বায়ু সেনা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রকের সামনে নিজেদের সর্বশক্তির প্রদর্শন করে ছিল।
রাজস্থান পুলিস দাবি করেছে সুমার খান ইসলামাবাদে ভারতীয় প্রতিরক্ষা ও সেনাবাহিনীর গতিবিধির খবর সরবারহ করতেন।