Internet Outage: বিশ্বজুড়ে বড়সড় নেট বিভ্রাট, ডাউন একাধিক গুরুত্বপূর্ণ website
সমস্যায় বহু মানুষ
নিজস্ব প্রতিবেদন: বিশ্বজুড়ে ইনটারনেট বিভ্রাটে (Internet Outage) হঠাৎ করেই ডাউন একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবাসাইট (Websites)। সোশাল মিডিয়া (Social Media), সরকারি ওয়েবসাইট থেকে খবরর ওয়েবসাইট খুলছেই না। আমেরিকান ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইডারে সমস্যার জেরকেই এই বিপত্তি বলে জানা যাচ্ছে।
ওয়েবসাইট খুললেই তা 503 Unavailable দেখাচ্ছে। এর অর্থ হল গ্রাহকদের পছন্দমত পেজ খুলতে পারছে না ঐ ওয়েবসাইট। সাধারণত ওভারলোডিংয়ের জন্যই এমনটা হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এর ফলে ই-কমার্স সংস্থা আমাজনের (Amazon) ওয়েবসাইট ডউন হয়ে গিয়েছে। প্রায় ২১ হাজার রেডিট (Reddit) ব্যবহারকারীও ওয়েবসাইট খুলতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন। Financial Times, The Guardian, The New York Times ও Bloomberg News সহ একাধিক মিডিয়ার ওয়েবসাইটও ডাউন হয়ে গিয়েছে।
আরও পড়ুন: New IT Rules ইস্যুতে কেন্দ্রের কাছে আরও সময় চাইল Twitter
আরও পড়ুন: Facebook এর নতুন Grievance Officer স্পুর্তি প্রিয়া, কী ক্ষমতা থাকছে তাঁর হাতে?
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)