৯৫০ জনকে নিয়ে ভূমধ্যসাগরে ঢুবে গেল মাছ ধরার নৌকা

রবিবার ৯৫০  জন অভিবাসীকে নিয়ে ভূমধ্যসাগরে ডুবে গেল একটি নৌকা। জনাকীর্ণ নৌকাটি লিবিয়ার দিকে যাচ্ছিল।

Updated By: Apr 20, 2015, 02:20 PM IST
৯৫০  জনকে নিয়ে ভূমধ্যসাগরে ঢুবে গেল মাছ ধরার নৌকা

ওয়েব ডেস্ক: রবিবার ৯৫০  জন অভিবাসীকে নিয়ে ভূমধ্যসাগরে ডুবে গেল একটি নৌকা। জনাকীর্ণ নৌকাটি লিবিয়ার দিকে যাচ্ছিল।

তল্লাসিতে নিযুক্ত ইতালির উপকূল রক্ষীরা জানিয়েছেন মাত্র জনা ২৮ কোনওরকমে এই নৌকাডুবিতে বেঁচে গেছেন কোনও রকমে। পোপ ফ্রান্সিস ও অনান্য ইউরোপীয় নেতার এই অনঅভিপ্রেত জীবনহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।

মাত্র ২০ মিটারের মাছ ধরার নৌকাটিতে গাদাগাদি করে প্রায় ৭০০জন উঠেছিলেন। রাতের অন্ধকারে ভার সামলাতে না পারে মাঝ সমুদ্রে উল্টে যায় নৌকাটি।

ইউএনএইচসিআর-এর মুখপাত্র জানিয়েছেন ''ভূমধ্যসাগরের এত বড় দূর্ঘটনা আগে কখনও হয়নি।''

এই ঘটনাকে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনল  মানুষের সৃষ্টি ট্র্যাজেডি আখ্যা দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ান এই নিয়ে একটি জরুরী বৈঠক ডেকেছে।

গত সন্ধ্যা পর্যন্ত উদ্ধার হয়েছে মাত্র ১৭টি মৃতদেহ।

 

.