দক্ষিণ কোরিয়ায় মর্মান্তিক ফেরিডুবি, ৩০০ জন নিখোঁজ, মৃত ২
দক্ষিণ কোরিয়ায় মর্মান্তিক ফেরিডুবি, ৩০০ জনকে জীবিত উদ্ধার
----------------------------------------------------------------
৪৭০ জনের বেশি যাত্রী নিয়ে দক্ষিণ কোরিয়ায় ডুবে গেল ফেরি। যাত্রীদের অধিকাংশ স্কুল পড়ুয়া। ওই ছাত্র-ছাত্রীদের ফেরিতে করে কাছের জেজু দ্বীপে বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। প্রাণে বাঁচতে অনেকেই সমুদ্রে ঝাঁপ দেন। ফেরির যাত্রীদের উদ্ধারের জন্য ৫০ বেশি তল্লাশি জাহাজ ও হেলিকপ্টার নামানো হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
নৌসেনাকে উদ্ধারে নামার জন্য নির্দেশ দিয়েছেন কোরিয়ার রাষ্ট্রপতি। এই ফেরিটিতে ৯০০ জন যাত্রী ছাড়াও ট্রাক, গাড়ি পারাপার করা যেত। তবে দুর্ঘটনার সময় ফেরিতে মাত্র ৪৭৬ জন যাত্রী ছিলেন। প্রাথমিক অনুমান খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে।
আবহাওয়া খারাপ হওয়ার পরেও কেন ছাত্রদের ফেরি ভ্রমণের সিদ্ধান্ত নেওয়া হল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। সিয়োলের কাছে স্কুলটিতে বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষুব্ধ অভিবাবকরা।