ফের ধাক্কার আশঙ্কা অর্থনীতিতে

দুহাজার বারো-তেরো সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৪.৯ শতাংশ হবে বলে ঘোষণা করল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ। তবে শুধু ভারতের ক্ষেত্রে নয়, আইএমএফের মতে গোটা বিশ্বের অর্থনীতির হাল খুব একটা আশাপ্রদ নয়। যে কোন সময়ই এই বৃদ্ধির হার নিম্নমুখী হওয়ার আশঙ্কায় রয়েছে বিশ্বের একাধিক দেশে।

Updated By: Oct 9, 2012, 08:47 PM IST

দুহাজার বারো-তেরো সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৪.৯ শতাংশ হবে বলে ঘোষণা করল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ। তবে শুধু ভারতের ক্ষেত্রে নয়, আইএমএফের মতে গোটা বিশ্বের অর্থনীতির হাল খুব একটা আশাপ্রদ নয়। যে কোন সময়ই এই বৃদ্ধির হার নিম্নমুখী হওয়ার আশঙ্কায় রয়েছে বিশ্বের একাধিক দেশে।
দুহাজার আট সালের মন্দার রেশ থেকে এখনও পুরোপুরি মুক্ত হতে পারেনি বিশ্ব অর্থনীতি। চলতি বছরের জুলাইয়ে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের ঘোষণা কিছুটা আশা জুগিয়েছিল বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে। তবে আইএমএফের নতুন ঘোষণা ফের চিন্তার ভাঁজ ফেলেছে কপালে। তাদের মতে, উন্নত বা উন্নয়নশীল কোনও দেশেই আর্থিক বৃদ্ধির হার আশানুরূপ হবে না । গোটা বিশ্বের অর্থনীতি যতটা ঘুরে দাঁড়াবে বলে মনে করা হয়েছিল, বাস্তবচিত্র তা থেকে ভিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় দেশগুলিতে গৃহিত নীতি যে মন্দা কাটানোর পক্ষে যথেষ্ট ইতিবাচক নয় তাও জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। বরং তা আরও নিম্নমুখী হওয়ার আশঙ্কা রয়েছে। গত জুলাইতে আইএমএফ জানিয়েছিল ছয় দশমিক এক শতাংশ হারে ভারতের আর্থিক বৃদ্ধি হবে। ফলে এবারের ঘোষণায় কিছুটা হতাশ অর্থনীতিবিদরা। 

 
তবে এরই মধ্যে আশার কথা বিশ্বের আর্থিক বৃদ্ধির হার শ্লথ হলেও চিন, ব্রাজিল , ভারতের মতো উন্নয়নশীল দেশগুলি ধাক্কা খেলেও আর্থিক ধস নামার সম্ভাবনা এখনই নেই বললেই চলে। কারণ আইএমএফ মনে করছে এই তিনটি দেশই বেশকিছু সদর্থক নীতি নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই দেশগুলিতে আর্থিক বৃদ্ধির হার নিম্নমুখী হবে অন্তত কিছু সময়ের জন্য।
 
 

.