ভারতের সঙ্গে পড়ে থাকা সব ইস্যুতেই আলোচনা চাই, জয়শঙ্করকে চিঠি পাক বিদেশ মন্ত্রীর

সম্পর্কের বরফ গলাতে গত ২৬ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন ইমরান খান

Updated By: Jun 7, 2019, 06:36 PM IST
ভারতের সঙ্গে পড়ে থাকা সব ইস্যুতেই আলোচনা চাই, জয়শঙ্করকে চিঠি পাক বিদেশ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় আসতেই প্রবল চাপে পাকিস্তান। নওয়াজ শরিফ জমানা শেষ। ইমরান খানের আমলে এখন ভারতের সঙ্গে পড়ে থাকা সব ইস্যুতেই আলোচনা চাইছে পাকিস্তান। একথা ফের জানালেন পাক বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

আরও পড়ুন-বনগাঁ পুরসভায় অনাস্থা আনলেন তৃণমূলের কাউন্সিলররা

ভারতের সঙ্গে আলোচনার বিষয়টি প্রকাশিত হয়েছে পাক দৈনিক দ্যা ডন-এ। লেখা হয়েছে, পাক বিদেশমন্ত্রী কুরেশি ভারতের সঙ্গে সব বিষয়েই আলোচনা চান। বিদেশমন্ত্রী জয়শঙ্করকে চিঠি লিখে একথা জানিয়েছেন তিনি। কুরেশি লিখেছেন, এই উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে ভারত ও পাকিস্তানের মধ্যে পড়ে থাকা সব বিষয় নিয়েই আলোচনা চায় পাকিস্তান।

উল্লেখ্য, পুলওয়ামা জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকে যায়। প্রমাণ মেলে পাক মদতপুষ্ট জঙ্গিরাই পুলওয়ামায় হামলা চালিয়েছে। পাক জঙ্গিদের সবক শেখাতে ২৬ ফেব্রুয়ারি বালাকোটের জঙ্গি শিবিরে বিমানহানা চালায় ভারত।

আরও পড়ুন-হারের জন্য দায়ী, কোচবিহার জেলা সভাপতি পদ থেকে অপসারিত রবীন্দ্রনাথ ঘোষ

সম্পর্কের বরফ গলাতে গত ২৬ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন ইমরান খান। কথাপ্রসঙ্গে তিনি ভারতের সঙ্গে সব বিষয়ে আলোচনার প্রসঙ্গ তোলেন। এবার সেই একই প্রস্তাব এল পাক বিদেশমন্ত্রীর তরফে।

.