ই-আবর্জনায় তৃতীয় ভারত
সারা পৃথিবীতে স্প্যাম মেল ছড়ানোর দৌড়ে তৃতীয় ভারত। যদিও ইন্টারনেটে আবর্জনা ছড়ানোর দৌড়ে ১৮.৩ শতাংশ স্প্যাম ছড়িয়ে শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা। আবর্জনার ৮.২ শতাংশ ছড়ানোর শেয়ার নিয়ে দ্বিতীয় চিন। ভারতের কাঁধে ৪.২ শতাংশ স্প্যাম ছড়ানোর দায়।
সারা পৃথিবীতে স্প্যাম মেল ছড়ানোর দৌড়ে তৃতীয় ভারত। যদিও ইন্টারনেটে আবর্জনা ছড়ানোর দৌড়ে ১৮.৩ শতাংশ স্প্যাম ছড়িয়ে শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা। আবর্জনার ৮.২ শতাংশ ছড়ানোর শেয়ার নিয়ে দ্বিতীয় চিন। ভারতের কাঁধে ৪.২ শতাংশ স্প্যাম ছড়ানোর দায়।
সম্প্রতি, সোফোসল্যাবের এক সমীক্ষায় এই তথ্য পাওয়া গিয়েছে। অন্যান্য এগিয়ে থাকা দেশগুলির মধ্যে রয়েছে পেরু, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া এবং ইতালি।
রিপোর্টে আরও জানানো হয়েছে যে আমেরিকার ১৮.৩ শতাংশ স্প্যামের পুরোটাই সেই দেশ থেকে পাঠানো হয়না। অনেক ক্ষেত্রেই অন্য দেশে বসে মার্কিন দেশের কমপিউটার ব্যবহার করে এই স্প্যাম ছড়ানো হয়।