'টাইমে'র প্রচ্ছদে 'বিজ্ঞানী ও আবিষ্কারক' কিশোরী গীতাঞ্জলি!
এই প্রথম 'টাইম' ম্যাগাজিন বেছে নিল 'কিড অফ দ্য ইয়ার'।
নিজস্ব প্রতিবেদন: এই প্রথম! এই প্রথম 'টাইম' ম্যাগাজিন বেছে নিল 'কিড অফ দ্য ইয়ার'। এবং সেই প্রতিযোগিতায় শীর্ষে উঠে এল এক ইন্দো-ইউএস কিশোরীর নাম-- গীতাঞ্জলি রাও! পাঁচ হাজার প্রতিযোগীর মধ্যে তাকে বেছে নেওয়া হয়েছে।
কী করেছে গীতাঞ্জলি?
নানা বিষয় নিয়ে সে গুরুত্বপূর্ণ ও দিশা দেখানো কাজ করেছে। জীবাণুযুক্ত পানীয় জল, ওপিয়ড (এক ধরনের অ্যালকালয়েড) আসক্তি, সাইবারবুলিং ইত্যাদি নানা কিছু নিয়ে সে ভাবনাচিন্তা করেছে। ডিসেম্বর ১৪ তারিখে টাইমের যে সংখ্যা বেরোবে তার প্রচ্ছদেই থাকছে গীতাঞ্জলির ছবি।
একটি সাদা বেঞ্চে বসে আছে গীতাঞ্জলি। কাঁধ-পর্যন্ত এসে পৌঁছনো তার চুল উড়ছে হাওয়ায়।
ভাবনার মতো কথাবার্তাতেও উজ্জ্বল গীতাঞ্জলি। একটি ভিডিয়ো চ্যাটে তাকে কথা বলতে শোনা গিয়েছে। সেখানে তার দীপ্ত মনের ও উজ্জীবিত প্রাণের স্পন্দন স্পর্শ করেছে শ্রোতাদের। একটি ইন্টারভিউয়ে গীতাঞ্জলি জানায়, নিজে একজন টিনেজ গার্ল হয়ে সে জানে টিনেজদের ঠিক কোন কোন ধরনের 'বিয়েভিয়্যারাল প্যাটার্ন' থাকে। তারা কোনও ভুল করলে তাদের শাস্তি না দিয়ে বিষয়টি নিয়ে তাদের চিন্তা করতে দিলে সম্ভবত ভাল হবে। তার সুচিন্তিত এই বিশ্লেষণ দেখে অনেকেই বিস্মিত হয়েছেন।
আরও পড়ুন: ওয়ার্ল্ড ডিসেবিলিটি ডে: সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে!