Sweet Diplomacy: পাক স্বাধীনতা দিবসে 'মিষ্টি-সম্পর্ক' ভারত-পাক সেনার!

জম্মুতে প্রায় ২০০ কিমি বিস্তীর্ণ সীমান্ত-অঞ্চলের চারটি পয়েন্টে এই মিষ্টি বিনিময় হয়েছে।

Updated By: Aug 14, 2021, 07:26 PM IST
Sweet Diplomacy: পাক স্বাধীনতা দিবসে 'মিষ্টি-সম্পর্ক' ভারত-পাক সেনার!

নিজস্ব প্রতিবেদন: দু'দেশের মধ্যে উত্তেজনার অন্ত নেই। দুই দেশের নেতাবর্গের মধ্যেও পারস্পরিক টানাপড়েনে নেই কোনও ক্ষান্তি। তবু সেই মরুভূমির মধ্যেই মরূদ্যান রচিত হল ক্ষণিকের জন্য। মিষ্টি বিনিময় হল দু'দেশের সেনার মধ্যে।    

উগ্রবাদী কার্যকলাপ আছে, সীমান্ত-উত্তেজনা আছে। তবু তারই মধ্যে ভারত-পাক (India, Pakistan) সম্পর্কে রচিত হল মিষ্টি বিনিময়ের মতো সৌজন্যও। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে (Pakistan’s Independence Day) পুঞ্চের (Poonch) লাইন অফ কন্ট্রোলে (Line of Control) ভারত-পাক সেনার মধ্যে মিষ্টি বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন:  Taliban Warns India: আফগানিস্তানে সেনা পাঠালে ফল ভাল হবে না, ভারতকে 'হুঁশিয়ারি' তালিবানের

জানা গিয়েছে, ভারতীয় প্রতিরক্ষার তরফে সেনারা পাকিস্তান সেনাদের তাঁদের মাতৃভূমির স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে। দু'তরফেই সৌজন্য বিনিময় ঘটায় তা আগামি দিনে এই দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্কের টানাপড়েন কমাবে বলেই আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল। 

ভারতের সীমান্তরক্ষা বাহিনীর এক সিনিয়র অফিসার জানান, জম্মুতে প্রায় ২০০ কিমি বিস্তীর্ণ সীমান্তঅঞ্চলের (Indo-Pak international border) চারটি পয়েন্টে এই মিষ্টি বিনিময় হয়েছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Mahatma Gandhi: মহাত্মাকে সর্বোচ্চ অসামরিক সম্মান দেওয়ার প্রস্তাব আমেরিকায়

.