Taliban Warns India: আফগানিস্তানে সেনা পাঠালে ফল ভাল হবে না, ভারতকে 'হুঁশিয়ারি' তালিবানের

তালিবানের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, কূটনৈতিক ব্যক্তিদের কোনও ক্ষতি হবে না।

Updated By: Aug 14, 2021, 04:43 PM IST
Taliban Warns India: আফগানিস্তানে সেনা পাঠালে ফল ভাল হবে না, ভারতকে 'হুঁশিয়ারি' তালিবানের

নিজস্ব প্রতিবেদন: কাবুলের ঘাড়ে নিশ্বাস ফেলছে তালিবান। আফগানিস্তান থেকে তাই সব দেশই তাদের প্রতিনিধিদের নিরাপদে ফিরিয়ে আনতে সচেষ্ট। সেই কাজে নেমে পড়েছে ভারতও। কিন্তু সেনা? ভারত কি তালিবানে সেনা পাঠাতে চাইছে?  

তালিবানের (Taliban) মুখপাত্র মুহম্মদ সুহেল শাহিন (Muhammed Suhail Shaheen) বলেন, ভারতীয় সেনা যদি আফগান সেনাকে সাহায্যের জন্য আসে, তা হলে সেটা ভাল হবে না। আফগানিস্তানে  অন্য দেশের সেনাদের সঙ্গে কী হয়েছে সেটা সবাই দেখেছে। ভারত থেকে কেউ এলে আশা করা যায় আগে থেকে সব জেনেই আসবে।

আরও পড়ুন:  Afghanistan Crisis: তালিবানের কাছে নতিস্বীকার করে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আফগান সরকারের

এর পাশাপাশি অবশ্য আফগানিস্তানের মানুষের জন্য ভারতের অবদানের প্রশংসাও করেন শাহিন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আফগানিস্তানের (Afghanistan) মানুষের জন্য সেতুনির্মাণ ইত্যাদি পরিকাঠামোগত উন্নয়নে অনেক সাহায্য করেছে ভারত। যার ফলে আফগানিস্তানের অর্থনৈতিক উন্নতিও হয়েছে। ভারতের এই ভূমিকার প্রশংসা করছি আমরা।

আফগানিস্তানের উত্তপ্ত পরিস্থিতি থেকে নিজেদের নাগরিকদের ফেরানোর কাজ করছে অনেক দেশই। এর মধ্যে ভারতও (India) রয়েছে।

তালিবানের তরফে অবশ্য আগেই জানিয়ে দেওয়া হয়েছে, কূটনৈতিক ব্যক্তিদের কোনও ক্ষতি হবে না। এবার এ সূত্রে শাহিন বলেন, দূতাবাস ও কূটনৈতিক ব্যক্তিদের কোনও ক্ষতি আমরা করব না। আমরা তাদের নিশানা করব না। আমরা সেটা জানিয়েও দিয়েছি। ভারত তাদের নাগরিকদের জন্য চিন্তা করছে সেটা তাদের দিকের ভাবনা। কিন্তু আমরা তাদের কিছু করব না।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তান দখলে এগোচ্ছে তালিবান, ভারতীয় সাংবাদিকদের সতর্ক করল কেন্দ্র

.