নিজেদের সীমা লঙ্ঘন করলেই গুলি চালানো হবে, ভারতীয় মত্‍স্যজীবীদের উদ্দেশ্য সতর্কবার্তা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

ভারতের সীমা লঙ্ঘন করলেই গুলি চালানো হবে বলে ভারতীয় মত্‍স্যজীবীদের সতর্ক করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রীলঙ্কা সফরের এক সপ্তাহের মধ্যেই এই ধরণের মন্তব্য করে স্বাভাবিক ভাবেই বিতর্কের মুখে বিক্রমাসিঙ্ঘে।

Updated By: Mar 7, 2015, 11:26 AM IST
নিজেদের সীমা লঙ্ঘন করলেই গুলি চালানো হবে, ভারতীয় মত্‍স্যজীবীদের উদ্দেশ্য সতর্কবার্তা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক: ভারতের সীমা লঙ্ঘন করলেই গুলি চালানো হবে বলে ভারতীয় মত্‍স্যজীবীদের সতর্ক করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রীলঙ্কা সফরের এক সপ্তাহের মধ্যেই এই ধরণের মন্তব্য করে স্বাভাবিক ভাবেই বিতর্কের মুখে বিক্রমাসিঙ্ঘে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এ দিন বলেন, "যদি কেউ আমার ঘরে ঢুকতে চায়, তবে আমি তাকে গুলি করতেই পারি। কেন তোমরা আমাদের জলে আসছো? কেন তোমরা আমাদের জলে মাছ ধরছো? ভারতের দিকে থাকো। কোনও সমস্যা হবে না।"

তামিল নাড়ুর মত্স্যজীবীদের ওপর শ্রীলঙ্কার নৌবাহিনীর গুলি চালনার ঘটনার সপক্ষে বিক্রমাসিঙ্ঘে বলেন ভারতীয় মত্‍স্যজীবীরা যেন ভারতের সীমান্তের মধ্যেই থাকেন।

 

.