অস্ট্রেলিয়ার পার্লামেন্টে গীতায় হাত রেখে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সদস্য হলেন ভারতীয় বংশোদ্ভূত ড্যানিয়েল মুখি। অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়েও গীতায় হাত রেখে শপথ নিলেন ৩২ বছরের ড্যানিয়েল।

Updated By: May 12, 2015, 02:38 PM IST
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে গীতায় হাত রেখে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী

ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সদস্য হলেন ভারতীয় বংশোদ্ভূত ড্যানিয়েল মুখি। অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়েও গীতায় হাত রেখে শপথ নিলেন ৩২ বছরের ড্যানিয়েল।

নিউ সাউথ ওয়েলসের আপার হাউজে লেবার পার্টির সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় ড্যানিয়েল বলেন, এটা অভূতপূর্ব সম্মান। প্রথম অস্ট্রেলিয়ান রাজনীতিক হিসেবে গীতায় হাত রেখে শপথ নিয়ে আমি গর্বিত।
এটা সম্ভব হয়েছে অস্ট্রেলিয়ার উদার মানসিকতার জন্য। আমি অস্ট্রেলিয়ার মাটিতে বড় হয়েছি। কিন্তু, গীতা, কোরান, বাইবেল, তোরা সব ধর্মগ্রন্থের প্রতিই আমার অগাধ আস্থা।

১৯৭৩ সালে পঞ্জাব থেকে অস্ট্রেলিয়া পাড়ি দেন ড্যানিয়েলের বাবা, মা। ব্ল্যাকটাউন শহরতলিতে জন্মানো ড্যানিয়েল ইউনিয়ন, চ্যারিটি ও কমিউনিটি গ্রুপের উপদেষ্টা। তিনটি ইউনিভার্সিটি ডিগ্রি রয়েছে তার।

 

.