ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সত্ত্বাধিকারী সংস্থাকে ক্ষতিপূরণ দিচ্ছে বিমা কোম্পানি

সিলভারস্টেইন প্রোপার্টিজ এবং সংস্থার প্রধান ল্যারি সিলভারস্টেইনের সঙ্গে এই চুক্তিবদ্ধ হয় বিমা কোম্পানি আমেরিকান এয়ারলাইনস গ্রুপ, ইউনাইটেড কন্টিনেন্টাল হোল্ডিংস এবং অন্যান্য বিমান সংস্থা। মঙ্গলবার মানহাটনের মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টে ওই চুক্তির নথি জমা দেওয়া হয়েছে।

Updated By: Nov 22, 2017, 03:39 PM IST
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সত্ত্বাধিকারী সংস্থাকে ক্ষতিপূরণ দিচ্ছে বিমা কোম্পানি

নিজস্ব প্রতিবেদন: এক যুগের বেশি মামলা চলার পর বিমা সংস্থার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করল ওয়াল্ড ট্রেড সেন্টারের সত্ত্বাধিকারী সংস্থা। মোট ৯ কোটি ৫২ লক্ষ মার্রিন ডলার ক্ষতিপূরণ পেয়েছে তারা। এর ফলে শেষ হল ৯-১১ হামলার পর শুরু দীর্ঘ আইনি লড়াই।

সিলভারস্টেইন প্রোপার্টিজ এবং সংস্থার প্রধান ল্যারি সিলভারস্টেইনের সঙ্গে এই চুক্তিবদ্ধ হয় বিমা কোম্পানি আমেরিকান এয়ারলাইনস গ্রুপ, ইউনাইটেড কন্টিনেন্টাল হোল্ডিংস এবং অন্যান্য বিমান সংস্থা। মঙ্গলবার মানহাটনের মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টে ওই চুক্তির নথি জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন- গ্বদর ফ্রি জোনে চিনের মুদ্রা ব্যবহার করার অনুমতি দিল না পাকিস্তান

উল্লেখ্য, ৯-১১ হামলার কয়েক মাস আগেই বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ৯৯ বছরের স্বত্ত্ব পান ল্যারি সিলভারস্টেইন। জুলাইয়ে ওই ভবনের সত্ত্ব পাওয়ার পরই সেপ্টেম্বরে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনার অভিঘাত কাটিয়ে উঠে নতুন করে ভবন নির্মাণের পরিকল্পনা করেন সিলভারস্টেইন। ইতিমধ্যে সেই প্রকল্প রূপায়ণের জন্য বিভিন্ন বিমা কোম্পানির থেকে কয়েক'শো কোটি ডলার জোগাড় করে ফেলেছেন তিনি। তবে, শেষ পর্যন্ত ক্ষতিপূরণ আদায় করতে পেরে যে তিনি খুশি তা জানাতে ভোলেননি সিলভারস্টেইনের আইনজীবী।

আরও পড়ুন- মৃত্যুদণ্ড না নির্বাসন! 'ডান হাত' ছাঁটলেন কিম

২০০১-র ১১ সেপ্টেম্বর জঙ্গি হামলায় ধ্বংস হয়ে যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি টাওয়ার। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলায় প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়। তার পর ওই জায়গাতেই নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

.