সামরিক পরমাণু ঘাঁটিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশে রাজি ইরান

শেষ পর্যন্ত প্রবল আন্তর্জাতিক চাপের মুখে পিছু হটলেন ইরানের প্রেসিডন্ট মাহমুদ আহমদিনেজাদ। রাষ্ট্রসঙ্ঘের পরামর্শ মেনে বিতর্কিত পারচিন সামরিক কমপ্লেক্সে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা(আইএইএ)-র পরিদর্শকদের পর্যবেক্ষণের অনুমতি দিল তেহরান।

Updated By: Mar 7, 2012, 10:36 AM IST

শেষ পর্যন্ত প্রবল আন্তর্জাতিক চাপের মুখে পিছু হটলেন ইরানের প্রেসিডন্ট মাহমুদ আহমদিনেজাদ। রাষ্ট্রসঙ্ঘের পরামর্শ মেনে বিতর্কিত পারচিন সামরিক কমপ্লেক্সে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা(আইএইএ)-র পরিদর্শকদের পর্যবেক্ষণের অনুমতি দিল তেহরান।
বিতর্কিত পারচিন সামরিক কেন্দ্রে ইরান সরকারের পরমাণু কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র প্রধান য়ুকিয়া অ্যামানো উদ্বেগ প্রকাশ করার পরই ইরান এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল ইরান সরকার। গত সোমবার আইএইএ-প্রধান ইরান সরকারের উচ্চ প্রযুক্তির সমৃদ্ধ ইউরেনিয়ামের মাসিক উৎপাদন তিনগুণ বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই সঙ্গে ভিয়েনা থেকে জারি করা এক বিবৃতিতে ইরানের পরমাণু কর্মসূচিকে সামরিক প্রয়োজনে ব্যবহারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ইরানের সরকারি সংবাদসংস্থা ইরিনা`র তরফে জানান হয়েছে, জাতীয় কূটনৈতিক মিশনের তরফে ইতিমধ্যেই ভিয়েনাস্থিত আইএইএ-র প্রেরিত পরিদর্শকদের সামরিক স্থাপনাটি পরিদর্শন করতে দেওয়ার বিষয়ে অবহিত করা হয়েছে। তবে সামরিক ঘাঁটিতে ঢোকার অনুমতি পেলেও আইএইএ-র পরিদর্শকরা সর্বত্র যাওয়ার অনুমতি পাবেন না বলেও জানানো হয়েছে ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফে।

এর আগে গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধিদল ইরান সফরের সময় পারচিনে প্রবেশের অনুমতি চাইলেও সে সময় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল আহমদিনেজাদ সরকার।
অন্যদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নতুন করে পরমাণু কর্মসূচি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তেহরানকে। মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই পরমাণু কর্মসূচি রুখতে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের অধিকার ইসরাইলের আছে।

.