করোনার জেরে ৭০ হাজার বন্দিকে ‘মুক্ত’ করল ইরান

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসর্স সেন্টার জানিয়েছে, ইরানে সাড়ে ৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে। মোট জনসংখ্যার প্রতি ১২ হাজার জনের একজন করোনা ভাইরাসের আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে

Updated By: Mar 9, 2020, 08:34 PM IST
করোনার জেরে ৭০ হাজার বন্দিকে ‘মুক্ত’ করল ইরান
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কে ৭০ হাজার বন্দিকে ছেড়ে দিতে বাধ্য হল ইরান। সে দেশের বিচারব্যবস্থার প্রধান ইব্রাহিম রাইসি জানান, নোভেল করোনাভাইরাসের আতঙ্কের জেরে সাময়িকভাবে বন্দিদের ছেড়ে দেওয়া হচ্ছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসর্স সেন্টার জানিয়েছে, ইরানে সাড়ে ৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে। মোট জনসংখ্যার প্রতি ১২ হাজার জনের একজন করোনা ভাইরাসের আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে। চিন (৯০ হাজার), দক্ষিণ কোরিয়া (৭,৩১৪), ইতালি (৫,৮৮৩) পরই ইরান রয়েছে। সোমবার নতুন করে ৪৯ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। করোনায় ইতালি কার্যত জুবুথুবু। উত্তর ইতালি ‘আইসোলেশনে’ পরিণত হয়েছে। রবিবারই ১৩৩ জনের মৃত্যুর খবর মিলেছে। সে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৬।

আরও পড়ুন- আতঙ্ক এবার বাংলাদেশেও, ৩ জনের দেহে মিলল করোনাভাইরাস

তবে, চিনে প্রতিদিনের গড় মৃত্যু হার কমছে বলে জানা গিয়েছে। আগে দিনে গড় ৫০ জনের মৃত্যু হতো, এই মুহূর্তে গড় ২৪-২৫ জনের মৃত্যুর খবর মিলছে। উল্লেখ্য, নোভেল করোনাভাইরাসের হামলায় বিশ্বজুড়ে অশোধিত তেল সেক্টরে ব্যাপক প্রভাব পড়েছে। চাহিদা না থাকায় পড়তে থাকে অশোধিত তেলের দর। বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে উত্পাদন কমানোর সিদ্ধান্ত নেয় ওপেক অন্তর্ভুক্ত দেশগুলি। কিন্তু নন-ওপেক অর্থাত্ সহযোগী দেশগুলি এই সিদ্ধান্তের বিরোধিতা করে। তেলের দাম নিয়ে ঐক্যমতে আসতে গত শুক্রবার ওপেকের সঙ্গে সহযোগী দেশগুলি বৈঠকে বসে। শেষমেশ তা ভেস্তে যায়।

.