বাগদাদে ধারাবাহিক বিস্ফোরণে নিহত ২৮

পরপর বিস্ফোরণে ফের রক্তাক্ত বাগদাদ। পথের ধারে রাখা বিস্ফোরক ও গাড়িবোমা বিস্ফোরণে বাগদাদে আঠাশজনের মৃত্যু হয়েছে।

Updated By: Oct 12, 2011, 11:18 PM IST

পরপর বিস্ফোরণে ফের রক্তাক্ত বাগদাদ।
পথের ধারে রাখা বিস্ফোরক ও গাড়িবোমা বিস্ফোরণে বাগদাদে আঠাশজনের মৃত্যু হয়েছে।
নিহতদের অধিকাংশই পুলিসকর্মী।
জানা গেছে বুধবারের নাশকতায় বিশেষ করে নিরাপত্তাবাহিনীকেই নিশানা করা হয়েছিল। দুই মানববোমা হামলা করে বাগদাদের অল উইয়া থানা ও হুরিয়া অঞ্চলের একটি পুলিস চেকপোস্টে। এছাড়াও বাগদাদজুড়ে টহলদারি পুলিস ও সেনা চেকপোস্টকে নিশানা করেছিল জঙ্গিরা। দিনভন নাশকতায় প্রায় পঞ্চাশজন আহত হয়েছেন। ঘটনায় সন্দেহের তির আল কায়দার দিকে। সোমবারও বাগদাদে পরপর তিনটি বিস্ফোরণে নজনের মৃত্যু হয়েছিল। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রায় শেষ পর্যায়ে। এই অবস্থায় নতুন করে হিংসা বৃদ্ধিতে উদ্বেগ ছড়িয়েছে।

.