খুশির ইদে রক্তাক্ত ইরাক, আইসিস-হানায় মৃত শতাধিক

খুশির ইদে রক্তাক্ত হল ইরাক। দিয়ালা প্রদেশের খান বেদি শাদ শহরে গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হল শতাধিক মানুষের। আহত অন্তত ১০০। বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইসিস।

Updated By: Jul 18, 2015, 11:04 AM IST
খুশির ইদে রক্তাক্ত ইরাক, আইসিস-হানায় মৃত শতাধিক

ব্যুরো: খুশির ইদে রক্তাক্ত হল ইরাক। দিয়ালা প্রদেশের খান বেদি শাদ শহরে গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হল শতাধিক মানুষের। আহত অন্তত ১০০। বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইসিস।

দিয়ালা প্রদেশের দখল নিয়ে ইরাক প্রশাসনের সঙ্গে আইসিসের সংঘর্ষ দীর্ঘদিনের। গত অগাস্টে দিয়ালাকে আইসিস মুক্ত করে ইরাক সেনা ও কুর্দ যোদ্ধাদের যৌথ বাহিনী। সেই ঘটনার প্রতিশোধ নিতেই আইসিস ইদের দিনকেই বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে। খান বেদি শাহ শহরের এক ব্যস্ত বাজারে বিস্ফোরণটি হয়। ইদের কেনাকাটায় তখন বাজার ছিল সরগরম। এত মানুষের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইরাকজুড়ে। ইদের উত্‍সব বাতিল করে তিনদিনের শোকপালনের সিদ্ধান্ত নিয়েছে প্রাদেশিক দিয়ালা সরকার।

.