২৬/১১ কায়দায় এবার জঙ্গি হামলা অস্ট্রেলিয়ায়- আইএস বন্দুকবাজের হামলায় সিডনির কাফেতে পণবন্দি ৫০
জঙ্গি হামলার আশঙ্কা করছে প্রশাসন। কাফের জানালা থেকে ইসলামিক জঙ্গিদের পতাকা উড়তে দেখা গিয়েছে বলে দাবি করেছেন কেউকেউ। গোটা এলাকা চলে গিয়ে নিরাপত্তা কর্মীদের দখলে।
ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে ইসলামিক স্টেট (আইএস) বন্দুকবাজের হামলা। সিডনির প্রাণকেন্দ্রে একটি কাফেতে ঢুকে পড়েছে আইএস বন্দুকধারীরা। আটকে রাখা হয়েছে কমপক্ষে ৫০জনকে। আরও বেশ কিছু জায়গায় জঙ্গি হামলার আশঙ্কা করছে প্রশাসন। কাফের জানালা থেকে ইসলামিক জঙ্গিদের পতাকা উড়তে দেখা গিয়েছে বলে দাবি করেছেন কেউকেউ। গোটা এলাকা চলে গিয়ে নিরাপত্তা কর্মীদের দখলে।
অন্যদিকে, সন্দেহজনক একটি প্যাকেট মিলেছে সিডনির অপেরা হাউসে। এর পরেই অপেরা হাউস খালি করে দেওয়া হয়েছে। তবে হামলাকারীদের উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু স্পষ্ট নয় বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। অ্যাবট জানিয়েছেন, এভাবে কাপুরুষের মত হামলা চালিয়ে তাদের দেশের মনোবল ভাঙা যাবে না। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে আমেরিকা, ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশ।