আমেরিকানদের 'রক্তে ভিজিয়ে' দেওয়ার হুমকি দিল আইসিস
এবার আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতের পথে সুন্নি ইসলামিস জঙ্গি গোষ্ঠী আইসিস। ইরাকে আইসিস-এর বিরুদ্ধে মার্কিনি বিমানহানা বন্ধ না হলে যেখানেই আমেরিকানদের দেখবে সেখানেই তাদের উপর হামলা চালাবে বলে ঘোষণা করল আইসিস।
ওয়েব ডেস্ক: এবার আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতের পথে সুন্নি ইসলামিস জঙ্গি গোষ্ঠী আইসিস। ইরাকে আইসিস-এর বিরুদ্ধে মার্কিনি বিমানহানা বন্ধ না হলে যেখানেই আমেরিকানদের দেখবে সেখানেই তাদের উপর হামলা চালাবে বলে ঘোষণা করল আইসিস।
একটি ভিডিও বার্তা প্রকাশ করে আইসিস সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে জানিয়েছে ''আমরা তোমাদের সবাইকে রক্তে ভিজিয়ে দেব।''
উত্তর ইরাকে কুর্দিশ জনগোষ্ঠীর লড়াইকে সরাসরি সমর্থন করেছে ওবামা সরকার। মার্কিনি সেনার সহায়তায় কুর্দিশরা আইসিস-এর দখল মুক্ত করেছে মসুল বাঁধকে।
অন্যদিকে, ইরাকের সংখ্যালঘু ইয়াজিদি ও ক্রিশ্চানদের তাদের বাসস্থান ছাড়া করছে আইসিস। হুমকি দিয়েছে বাগদাদ আক্রমণের।