যুদ্ধবিরতি সম্প্রসারণে রাজি ইজরায়েল, প্রতিক্রিয়া জানায়নি হামাস
গাজা উপত্যকায় এখন চলছে তিনদিনের যুদ্ধবিরতি। এর মধ্যে ইজরায়েল নিঃশর্ত ভাবে যুদ্ধবিরতি সম্প্রসারণের সম্মতি জানিয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্যালেস্তাইনি জঙ্গি গোষ্টী হামাসের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গাজা: গাজা উপত্যকায় এখন চলছে তিনদিনের যুদ্ধবিরতি। এর মধ্যে ইজরায়েল নিঃশর্ত ভাবে যুদ্ধবিরতি সম্প্রসারণের সম্মতি জানিয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্যালেস্তাইনি জঙ্গি গোষ্টী হামাসের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে লক্ষ মানুষকে স্বস্তি দিয়ে তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইজরায়েল ও হামাস উভয়পক্ষই। তবে ততদিনে রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১৯০০ জন প্যালেস্তানিয়।
মিশরের মধ্যস্থতাকারী শুক্রবারের পরেও যুদ্ধবিরতি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। ইজরায়েল ও প্যালেস্তাইনের প্রতিনিধিদের সঙ্গে কথা চালাচ্ছেন তাঁরা।
ইজরায়েলের এক আধিকারিক জানিয়েছেন ''যুদ্ধবিরতি সম্প্রসারণে নিঃশর্ত ভাবে রাজি ইজরায়েল।''