১২ ঘণ্টার যুদ্ধবিরতি গাজায়, ইজরায়েলের আক্রমণে প্যালেস্তাইনে মৃতের সংখ্যা বেড়ে ৮৬৫

রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাবিত ১২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মতি জানাল ইজরায়েল ও প্যালেস্তাইনের জঙ্গিগোষ্ঠী হামাস। শনিবার সকাল থেকে এই যুদ্ধবিরতি শুরু হবে। রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে এই যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে।

Updated By: Jul 26, 2014, 09:36 AM IST
১২ ঘণ্টার যুদ্ধবিরতি গাজায়, ইজরায়েলের আক্রমণে প্যালেস্তাইনে মৃতের সংখ্যা বেড়ে ৮৬৫

গাজা: রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাবিত ১২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মতি জানাল ইজরায়েল ও প্যালেস্তাইনের জঙ্গিগোষ্ঠী হামাস। শনিবার সকাল থেকে এই যুদ্ধবিরতি শুরু হবে। রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে এই যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে।

ইজরায়েলি সেনা জানিয়েছে শনিবার স্থানীয় সময় ৮টা থেকে তারা আক্রমণ বন্ধ রাখবে। তবে জঙ্গিদের ব্যবহৃত ট্যানেল গুলিতে তল্লাসি চালিয়ে যাবে তারা। হামাস জানিয়েছে তারাও এই যুদ্ধবিরতি মেনে চলবে।

ইজরায়েলের বোমারু বিমান হানায় শুক্রবার গাজায় প্রাণ হারিয়েছেন ৫জন। ১৮দিনের রক্তক্ষয়ী আক্রমণে এই প্রাণ হারালেন ৮৬৫ জন প্যালেস্তাইনি। নিহতদের মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ। ওয়েস্টব্যাঙ্কে ইজরায়েল বিরোধী মিছিলে ইজরায়েলি সেনার গুলিতে দুই কিশোর সহ প্রাণ হারিয়েছেন ৪জন।  

৮ জুলাই থেকে ইজরায়েলের লাগাতার আক্রমণে গুরুতর আহত হয়েছেন অন্তত ৫,২৪০জন প্যালেস্তাইনি।  

 

.