সাময়িক যুদ্ধ বিরতির পথে ইজরায়েল ও হামাস
ইজরায়েল ও প্যালেস্তাইনি জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে সাময়িক যুদ্ধ বিরতি চুক্তি হল। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে এই যুদ্ধ বিরতি শুরু হবে।
গাজা: ইজরায়েল ও প্যালেস্তাইনি জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে সাময়িক যুদ্ধ বিরতি চুক্তি হল। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে এই যুদ্ধ বিরতি শুরু হবে।
৮ জুলাই যুদ্ধ শুরু হওয়ার পর এখনও পর্যন্ত ইজরায়েলি আক্রমণে প্রাণ হারিয়েছেন ২২৭ জন প্যালেস্তাইনি। রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে নিহতরা প্রত্যকেই সাধারণ মানুষ। অন্যদিকে জঙ্গী রকেট ১ ইজড়ায়েলির প্রাণ
কেড়েছে।
প্যালেস্তাইনি জঙ্গিদের রকেট আক্রমণ রোখার নাম করে গাজাতে ৯ দিন আগে মিলিটারি আগ্রাসন শুরু করে ইজরায়েল। ইজরায়েলের অভিযোগ সাধারণ মানুষের মধ্যেই নাকি জঙ্গিদের লুকিয়ে রেখেছে হামাস।
গাজাতে খাদ্য সহ অনান্য প্রয়োজনীয় সামগ্রী সরবারহ করতে পাঁচ ঘণ্টার যুদ্ধ বিরতির কথা ঘোষণা করেছিল হামাস ও ইজরায়েল। দু'পক্ষেই যুদ্ধ বিরতি চলাকালীন উভয়ের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ এনেছে।