তীব্র ভূকম্পন জাপানে, দশবছর আগের কম্পনের Aftershock

ভূমিকম্পে অন্তত ১০৪ জন আহত হয়েছেন।

Updated By: Feb 15, 2021, 02:55 PM IST
তীব্র ভূকম্পন জাপানে, দশবছর আগের কম্পনের Aftershock

নিজস্ব প্রতিবেদন: ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের উত্তর-পূর্ব অংশের বিস্তীর্ণ এলাকা। প্রাণহানি না-ঘটলেও ভূকম্পনে আহত হয়েছেন শতাধিক মানুষ। 

ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে জাপানে রবিবার রাতে। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা, রেল পরিষেবা, জল পরিষেবা। বেশি ক্ষতি হয়েছে তোহোকু অঞ্চলের মিয়াগি ও ফুকুশিমা (Fukushima) এলাকায়। তবে কোনও nuclear plant ক্ষতিগ্রস্ত হয়নি বলেই জানা গিয়েছে। 

আরও পড়ুন: পাকিস্তানে ভূমিকম্প, হতাহতের খবর নেই

Japan national Meteorological Agency এই aftershock-এর কথা জানিয়েছে। জানিয়েছে, এখনই সেখানে সুনামির (tsunami) কোনও আশঙ্কা নেই। ২০১১ সালে সেখানে যে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল, এই ভূমিকম্পটি তারই 'আফটারশক' বলেও জানিয়েছে তারা। এই ধরনের 'আফটারশক' আরও হতে পারে। প্রসঙ্গত, রিখটার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৯.০। আর এবারের কম্পনের তীব্রতা ৭.৩। 

জাপানের উত্তর-পূর্বের বহু বাড়িতে ফাটল ধরেছে, ভেঙে পড়েছে জানলা। ফুকুশিমায় বহু জায়গায় ধস নেমেছে। টোকিয়ো শহরের বাড়িগুলিও কেঁপে উঠেছিল। বিদ্যুৎ ও জল পরিষেবা ব্যাহত হয়েছে বহু জায়গায়। অনেক জায়গায় জলের ট্যাঙ্কার পাঠিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। 

জাপানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ১০৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: নির্জন দ্বীপে তিনজন, তেত্রিশ দিন শুধু নারকেলেই ক্ষুণ্ণিবৃত্তি

.