মাউন্ট ফুজি এবার বিশ্ব হেরিটেজ সাইট
মাউন্ট ফুজি। জাপানের উচ্চতম শৃঙ্গ। বরফ ঢাকা এই ঘুমন্ত আগ্নেয়গিরি কত কবির কল্পনাকে সমৃদ্ধি করছে তার ইয়ত্তা নেই। জাপানের অন্যতম দর্শনীয় এই স্থানকে এবার বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করল ইউনেসকো (unesco)। ইউনেসকো তরফ থেকে একে প্রাকৃতিক হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
মাউন্ট ফুজি। জাপানের উচ্চতম শৃঙ্গ। বরফ ঢাকা এই ঘুমন্ত আগ্নেয়গিরি কত কবির কল্পনাকে সমৃদ্ধি করছে তার ইয়ত্তা নেই। জাপানের অন্যতম দর্শনীয় এই স্থানকে এবার বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করল ইউনেসকো (unesco)। ইউনেসকো তরফ থেকে একে প্রাকৃতিক হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
টোকিওর দক্ষিণপশ্চিম প্রান্তে ১০০ কিমি দূরে এই বিখ্যাত ঘুমন্ত আগ্নেয়গিরিটি অবস্থিত। আজ থেকে ৩০০ বছর আগে শেষবার এর ঘুম ভেঙেছিল।