ফেসবুকে 'আনফ্রেন্ড' করায় আত্মহত্যা
প্রেম, দেনা, অনাহার। এসবের জন্য আত্মহত্যা এটা তো অনেকটা পরিচিত ঘটনা। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে আত্মহত্যার কারণটা একটু অন্যরকম। এই যেমন শ্রীলঙ্কার এক তরুণ সপ্তাহখানেক আগে আত্মহত্যা করে। সুইসাইড নোটে সেই তরুণ লেখে, তার এক বান্ধবী কোনও এক কারণে ফেসবুকে আনফ্রেন্ড করে দেয়।
ওয়েব ডেস্ক: প্রেম, দেনা, অনাহার। এসবের জন্য আত্মহত্যা এটা তো অনেকটা পরিচিত ঘটনা। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে আত্মহত্যার কারণটা একটু অন্যরকম। এই যেমন শ্রীলঙ্কার এক তরুণ সপ্তাহখানেক আগে আত্মহত্যা করে। সুইসাইড নোটে সেই তরুণ লেখে, তার এক বান্ধবী কোনও এক কারণে ফেসবুকে আনফ্রেন্ড করে দেয়।
এই অপমান সহ্য করতে না পেরেই নাকি সে আত্মহত্যা করে। যে তরুণী আনফ্রেন্ড করে সে জানায়, ক দিন ধরেই নাকি সেই তরুণ তাকে ফেসবুকে উল্টোপাল্টা কমেন্ট করেছিল, তাই রেগে গিয়েই সে এমন কাজ করে। কিন্তু এর জন্য তার বন্ধু আত্মহত্যা করবে জানলে সে কিছুতেই আনফ্রেন্ড করত না বলে জানায়।
তবে অন্য একটি দৈনিকে বলা হয়েছে শুধু ফেসবুকে আনফ্রেন্ড করার জন্য নয় ২১ বছরের সেই তরুণ নাকি অন্য কাউকে বিয়ে করার জন্যই আত্মহত্যা করেছে।