বাংলাদেশে পুরোহিত খুনে রায় রাজশাহী আদালতের, ফাঁসির সাজা ৪ জেএমবি সদস্যের

১৯৯৮ সালে ওই মন্দিরটির প্রতিষ্ঠা করেন জ্ঞানেশ্বর রায়। তার পর থেকে তিনিই ছিলেন ওই মন্দিরের প্রধান পুরোহিত

Updated By: Mar 15, 2020, 08:21 PM IST
বাংলাদেশে পুরোহিত খুনে রায় রাজশাহী আদালতের, ফাঁসির সাজা ৪ জেএমবি সদস্যের

নিজস্ব প্রতিবেদন: চার বছর পর মিলল ন্যায়। ২০১৬ সালে বাংলাদেশের পাঁচাগড়ে খুন হন পুরোহিত জ্ঞানেশ্বর রায়। সেই মামলায় ৪ জেএমবি সদস্যের ফাঁসির আদেশ দিল বাংলাদেশের আদালত।

আরও পড়ুন-অবাধ প্রবেশ নয়, করোনা ঠেকাতে একাধিক নিষেধাজ্ঞা বেলুড় মঠে

রবিবার ওই মামলায় রায় দেন রাজশাহী স্পিডি ট্রায়াল ট্রাইবুন্যালের বিচারক অনুপ কুমার। ওই রায়ে দোষী সাব্যস্ত জাহাঙ্গীর হেসেন, রাজিবুল ইসলাম, আলমগির হোসেন ও রমজান আলিকে ফাঁসির সাজা দেন বিচারক। এদের মধ্যে রাজিবুল ছাড়া বাকিদের গ্রেফতার করে পুলিস। তবে দোষী সাব্যস্ত রাজিবুল এখনও পলাতক।

দেবীগঞ্জ উপজেলায় পাঁচাগড়ের সোনাপোতা গ্রামের গৌড়িয় মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন জ্ঞানেশ্বর রায়। ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি একদল অস্ত্রধারী হামলাকারী খুন করে জ্ঞানশ্বর রায়কে। তাঁর সঙ্গী গোপাল চন্দ্র রায়কেও গুলি করে হামলাকারীরা।

আরও পড়ুন-রাস্তায় গড়াগড়ি যাচ্ছে মাধ্যমিকের উত্তরপত্র, উদ্ধার করলেন এক ব্যক্তি

১৯৯৮ সালে ওই মন্দিরটির প্রতিষ্ঠা করেন জ্ঞানেশ্বর রায়। তার পর থেকে তিনিই ছিলেন ওই মন্দিরের প্রধান পুরোহিত। ঘটনার দিন সকালে মন্দির সংলগ্ন জ্ঞানেশ্বরের ঘরে ইট পাটকেল ছোড়ে বাইক আরোহী হামলাকারীরা। তা দেখতে বাইরে বেরিয়ে এলে জ্ঞানেশ্বরের ওপরে ঝাঁপিয়ে পড়ে ঘাতকরা।

.