রাস্তায় গড়াগড়ি যাচ্ছে মাধ্যমিকের উত্তরপত্র, উদ্ধার করলেন এক ব্যক্তি

নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগেই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যেই শুরু হয়েছে খাতা দেখার পালা। আর তার মাঝেই বিপত্তির খবর, মাধ্যমিকের হারিয়ে যাওয়া ৭৩টি উত্তরপত্র উদ্ধার হল রাস্তা থেকে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জে। পথচলতি এক ব্যক্তি সেই খাতা দেখতে পেয়ে বাড়িতে এনে রাখেন। 

আরও পড়ুন: হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বিপর্যয়ে চরম সঙ্কটে ভারত

অন্যদিকে, খাতা হারিয়ে যাবার পর পুলিশ তুফানগঞ্জ জুড়ে মাইকিং শুরু করে। আসামের আগমনীর বাসিন্ধা বাঞ্চা সাহা গত শুক্রবার রাতে আত্মীয়ের বাড়িতে আসার সময় পথে খাতা ভর্তি ব্যাগ টি দেখতে পান। তিনি বাড়িতে নিয়ে রেখে দিয়েছিলেন। পরে মোবাইলে খবরটি দেখে ওই ব্যাগটি খুলে দেখেন তাতে রয়েছে খাতা। খোঁজ নিয়ে তিনি পরে খাতা গুলি তুলে দেন শিক্ষকের হাতে। 

English Title: 
madhyamik answer sheet going to the streets, rescued by a person
News Source: 
Home Title: 

রাস্তায় গড়াগড়ি যাচ্ছে মাধ্যমিকের উত্তরপত্র, উদ্ধার করলেন এক ব্যক্তি

রাস্তায় গড়াগড়ি যাচ্ছে মাধ্যমিকের উত্তরপত্র, উদ্ধার করলেন এক ব্যক্তি
Yes
Is Blog?: 
No
Section: