ট্যাক্সি ভাড়া না দেওয়ায় ৩০ মাইল হাঁটার শাস্তির বিধান বিচারকের
ক্যাব ভাড়া না দেওয়ায় ব্রিটেনে ব্যাসকম নামের এক মহিলার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চালক। ৬৬ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৪০০ টাকা) ক্যাব ভাড়া না মেটানোয় অভিনব শাস্তির বিধান দিলেন বিচারক। বিচারক বললেন, ক্যাবের ভাড়া না দেওয়াটা অপরাধ, সেইজন্য ৩০ দিনের জেল হবে। তবে হাজতবাস বাঁচানোর একটা উপায় আছে ৩০ মাইল হাঁটলে জেল খাটতে হবে না। সেই মহিলাকে দুটির মধ্যে যে কোনও একটা শাস্তি বেছে নিতে বলেন বিচারক। হয় মাসভর জেলের পিছনে অথবা ৩০ মাইল হাঁটা। কিন্তু ৩০ মাইল কেন!
ওয়েব ডেস্ক: ক্যাব ভাড়া না দেওয়ায় ব্রিটেনে ব্যাসকম নামের এক মহিলার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চালক। ৬৬ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৪০০ টাকা) ক্যাব ভাড়া না মেটানোয় অভিনব শাস্তির বিধান দিলেন বিচারক। বিচারক বললেন, ক্যাবের ভাড়া না দেওয়াটা অপরাধ, সেইজন্য ৩০ দিনের জেল হবে। তবে হাজতবাস বাঁচানোর একটা উপায় আছে ৩০ মাইল হাঁটলে জেল খাটতে হবে না। সেই মহিলাকে দুটির মধ্যে যে কোনও একটা শাস্তি বেছে নিতে বলেন বিচারক। হয় মাসভর জেলের পিছনে অথবা ৩০ মাইল হাঁটা। কিন্তু ৩০ মাইল কেন!
কারণ সেই মহিলা ৩০ মাইল ক্যাবে চড়ার পর ভাড়া দিতে অস্বীকার করেন। আদালতে কক্ষে সেই মহিলা জেলের বদলে ৩০ মাইল হাঁটার শাস্তি মেনে নেন। ৪৮ ঘণ্টার মধ্যেই সেই মহিলাকে ৩০ মাইল হেঁটে ফেলতে হবে। না হলে আরও বড় শাস্তি অপেক্ষা করছে। তবে শুধু লম্বা হাঁটা নয় সেই মহিলাকে ৬৬ ইউরোও দিয়ে দিতে হয়েছে। যে বিচারক এই শাস্তি দিলেন তিনি এর আগে দুবার এমন অভিনব সাজা ঘোষণা করেছিলেন।