আবার আত্মঘাতী বিস্ফোরণ! সন্দেহে তালিবান

কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে মৃত বেড়ে ৩০, আহত ৭০

Updated By: Oct 26, 2020, 12:12 PM IST
আবার আত্মঘাতী বিস্ফোরণ! সন্দেহে তালিবান

নিজস্ব প্রতিবেদন: কিছু দিন যেন সব চুপচাপ ছিল। করোনা সব কিছুই যেন নিয়ন্ত্রণ করছিল। এখন আবার আত্মঘাতী বিস্ফোরণ ঘটে যেন জানিয়ে দিল করোনা-ই আমাদের একমাত্র বিপদ নয়। 

কয়েকদিন আগেই কাবুলে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। মর্মান্তিক সেই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০৷ আহত কমপক্ষে ৭০৷ কাবুলের পশ্চিমে দস্ত-ই-বারছিতে জনবহুল এলাকায় একটি শিক্ষায়তনের কাছে বিস্ফোরণটি ঘটে ৷ যাঁরা মারা গিয়েছেন তাঁদের অধিকাংশই পড়ুয়া। 

আহতদের কাবুলের জিন্নাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ প্রথম পর্বেই ১৩ জনের মৃত্যু হয়েছিল। আহত ছিলেন ৩০ জন ৷ পরে মৃতের সংখ্যা বেড়ে হয় ১৮ এবং আহতের সংখ্যা ৫০৷ 

দস্ত-ই-বারছিতে পুল-ই-খোস্ক এলাকায় কাওসার-ই-দানিশ নামে শিক্ষাকেন্দ্রটির সামনে ওই আত্মঘাতী বিস্ফোরণটি হয় ৷ আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটির মতে, ওই ব্যক্তি শিক্ষাকেন্দ্রের ভিতরে ঢুকতে চেষ্টা করে ৷ কিন্তু নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেন ৷ দি ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে ৷ যদিও পুলিশের প্রাথমিক অনুমান, তালিবানরাই এই বিস্ফোরণের সঙ্গে জড়িত ৷ 

আরও পড়ুন: কারগিল যুদ্ধে পাকিস্তানের কোনও লাভ হয়নি, দু'দশক পর কবুল শরিফের

.