US strike: কাবুলে মার্কিন হামলায় নেই শিশু মৃত্যুর তথ্য, অবিলম্বে শুরু তদন্ত

 ওই হামলায় ১০ নাগরিকের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছিল।

Updated By: Nov 4, 2021, 02:28 PM IST
US strike: কাবুলে মার্কিন হামলায় নেই শিশু মৃত্যুর তথ্য, অবিলম্বে শুরু তদন্ত
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন: অগাস্টে কাবুলে মার্কিন সেনার ড্রোন হামলা নিয়ে এবার বিতর্ক বাড়ল৷ ওই হামলায় ১০ নাগরিকের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু তার চেয়েও বড় হল একাধিক ভুলের কথা এবার স্বীকার করল মার্কিন প্রশাসন। এই হামলার সময় শিশুদের মৃত্যু নিয়ে এবার ভুল স্বীকার করল জো বাইডেন প্রশাসন। বুধবার সেনার ইনস্পেক্টর জেনারেল তদন্তের পর একথা জানান। 

২৯ অগাস্ট কাবুলে এই ড্রোন হামলা চালিয়েছিল মার্কিন সেনারা। এই ঘটনায় ১০ নাগরিকের মৃত্যু হয়েছিল,  যার মধ্যে ৭ জন ছিল শিশু। এই ঘটনাকে 'দুর্ভাগ্যজনক ভুল' বলা হয়েছে৷ প্রাথমিকভাবে, পেন্টাগন বলেছিল যে স্ট্রাইকটি একটি ইসলামিক স্টেট আত্মঘাতী বোমা হামলাকারীকে লক্ষ্য করে করা হয়েছিল। যারা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের শেষ ধাপগুলি সম্পন্ন করার সময়ে বিমানবন্দরে মার্কিন সেনাদের আক্রমণের হুমকি দিয়েছিল। 

ইসলামিক স্টেটে আত্মঘাতী বোমা হামলাকারী ১৩ মার্কিন সেনা এবং বিমানবন্দরের গেটের বাইরে ভিড় করে থাকা বহু আফগান নাগরিককে হত্যা করার কয়েকদিন পর এই হামলা হয় মার্কিনী সেনাদের তরফে। এয়ারফোর্স ইন্সপেক্টর জেনারেল এই ঘটনার তদন্তে বলেছে যে এই ঘটনাটি ইচ্ছাকৃত করা হয়নি। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় এই ভুলটি ঘটে গিয়েছে। 

সাংবাদিকদের বায়ুসেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল বলেন যে, 'এটি একটি ক্ষমার অযোগ্য ভুল। এই ভুল সত্যিকারের হয়েছিল।' সমস্ত তথ্য, নথি, ভিডিও ফুটেজ দেখার পর এই মন্তব্য করেন তিনি। লেফটেন্যান্ট জেনারেলের কথায়, 'ড্রোন হামলার দু মিনিট আগেও ওই এলাকায় শিশু ছিল না। সেই মতোই পরিকল্পনা করা হয়৷ কিন্তু ট্রিগার ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই শিশুর চলে আসে।"

ঘটনা ঘটে যাওয়ার পর ভিডিওটি ভালোভাবে দেখার সময়  শিশুটির উপস্থিতি খেয়াল করলেও ঘটনার সময় এটি চোখে না পড়া খুব সাধারণ একটি ব্যাপার ছিল বলে মন্তব্য করেছেন তিনি। যদিও এই ড্রোন হামলার বিষয়ে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেননি লেফটেন্যান্ট। এ বিষয়ে জবাবদিহিতামূলক কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সে সিদ্ধান্তের ভার কমান্ডারদের ওপর ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.