কাবুলের বৃহত্তম হোটেলে হামলা চালাল বন্দুকবাজরা

আবারও রক্তাক্ত আফগানিস্তান। দেশের বৃহত্তম হোটেলকে টার্গেট করল আততায়ীরা। 

Updated By: Jan 21, 2018, 11:01 AM IST
কাবুলের বৃহত্তম হোটেলে হামলা চালাল বন্দুকবাজরা

নিজস্ব প্রতিবেদন: ফের রক্তাক্ত কাবুল। আফগানিস্তানের কাবুলের হোটেলে হামলা চালাল একদল বন্দুকবাজ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। আহতের সংখ্যা ৮। শতাধিক পণবন্দিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।  

শনিবার রাত ৯টা নাগাদ কাবুলের বৃহত্তম হোটেল ইন্টারকন্টিন্যান্টালে হামলা চালায় আততায়ীরা। সেখানে বিদেশি অতিথি ও হোটেলের কর্মীদের পণবন্দি করে তারা।  ২০১১ সালেও এই হোটেলে হামলা চালিয়েছিল তালিবান জঙ্গিরা।

আরও পড়ুন- ডোকালাম চিনের অংশ, এ নিয়ে নাক গলানোর দরকার নেই ভারতের, স্পষ্ট হুঁশিয়ারি বেজিংয়ের

প্রত্যক্ষদর্শীদের দাবি, ছোট আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড নিয়ে ঢোকে আততায়ীরা। পণবন্দিদের উদ্ধার করতে নামে সেনা। বন্দুকবাজদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। সেনার গুলিতে মৃত্যু হয়েছে দুই আততায়ীর। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি। 

.