করোনা-বিপদ কাটিয়ে নিউ নর্মালের ছন্দে উহান
গাড়ির আওয়াজ, মানুষের কল্লোলে মুখর পার্ক-মার্কেট নিয়ে এ যেন সেই পুরনো উহান।
নিজস্ব প্রতিবেদন: একটি বছর। দেখতে গেলে কম সময় নয়। করোনা-পর্বের প্রথম থেকেই একটি জায়গার নামই মানুষের মুখে-মুখে ফিরেছে। সেটি হল উহান। এক বছর পরে সেই উহান ফিরছে নতুন জীবনের ছন্দে।
লকডাউন (lockdown)-এর এক বছর পেরল উহান (Wuhan)। চিনের (China) এই অঞ্চলটিকেই কোভিড (COVID)সংক্রমণের কেন্দ্র বলে জানে গোটা পৃথিবী। এক বছর আগে উহানই তার এক কোটির বেশি বাসিন্দাকে 'গৃহবন্দি' থাকতে হবে নির্দেশ দিয়ে চমকে দিয়েছিল সারা পৃথিবীকে। টানা ৭৬ দিনের (76 days)সেই আতঙ্কের লকডাউন জারি হয়েছিল কোভিড সংক্রমণের শৃঙ্খলকে ভেঙে দেওয়ার জন্য। যা পরে ধীরে ধীরে অনুসরণ করে গোটা বিশ্বই। এবং সুফলও পায়।
Also Read: 'সঞ্জীবনী' পেয়ে মোদীকে ধন্যবাদ বোলসোনারোর
এহেন উহান এখন উপভোগ করছে মুক্ত জীবনের আনন্দ। করোনার ধাক্কায় বিশ্বের বহু দেশে দ্বিতীয়বার লকডাউন ফিরেছে। তবে এক বছর আগের বন্দি শহর উহান কাটিয়ে উঠেছে লকডাউনের আতঙ্ক। সে এখন প্রাণের আনন্দে উচ্ছল। জমজমাট তার রাস্তাঘাট। গাড়ির আওয়াজে, যানজটে, মানুষের কল্লোলে এ যেন সেই পুরনো উহান।
Also Read: হাসপাতালের বাইরে মানুষ-বাবার জন্য ৬ দিন উদ্বিগ্ন অপেক্ষা বনসুকের