Husband Auction: স্বামীকে নিলামে তুললেন স্ত্রী, কিনতে চাইলেন ১২ মহিলা; এরপর...
কত দাম উঠল জানেন?
![Husband Auction: স্বামীকে নিলামে তুললেন স্ত্রী, কিনতে চাইলেন ১২ মহিলা; এরপর... Husband Auction: স্বামীকে নিলামে তুললেন স্ত্রী, কিনতে চাইলেন ১২ মহিলা; এরপর...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/02/03/363693-husband.jpg)
নিজস্ব প্রতিবেদন: অনলাইনে কেনা-বেচা নতুন কিছু নয়। বহু মানুষ সোশ্যাল সাইট থেকে কিছু না কিছু কিনছেন বা বেচছেন। কিন্তু অনলাইনে কেউ যে কারও স্বামীকে বিক্রি করতে পারেন, তা সত্যিই অবিশ্বাস্য!
হ্যাঁ, এমনটাই না কি করেছেন নিউজিল্যান্ডের এক মহিলা। একটি ওয়েব সাইটে নিজের স্বামীকে নিলামে তুলেছেন তিনি। তাঁর সেই আবেদনে সাড়াও দিয়েছেন বহু মহিলা।
দুই সন্তান এবং স্বামী জনকে নিয়ে নিউজিল্যান্ডে বসবাস করেন ওই মহিলা। জানা গিয়েছে, নিজের স্বামীকে নিলামে তুলতে চেয়ে তিনিই একটি ওয়াবসাইটে বিজ্ঞাপন দিয়েছেন। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তাঁর সেই বিজ্ঞাপন। বহু মহিলা তাঁর আবেদনে সাড়া দেন।
তাঁর স্বামীকে কিনতে চান ১২ জন মহিলা। নিলামে দাম ওঠে ৫ হাজার টাকা পর্যন্ত। ওই মহিলা জানিয়েছে, তাঁর স্বামী জনের বয়স ৩৭ বছর। উচ্চতা ৬.১ ফুট। তিনি বন্দুক চালাতে এবং মাছ ধরতে ভালবাসেন। চাষাবাদও করেন।
আরও পড়ুন: Galwan Clash: গালওয়ানে ভারতীয় সেনার তাড়ায় নদীতে 'ডুবে মৃত্যু' ৩৮ চিনা সেনার, সামনে এল সত্যি
আরও পড়ুন: Pakistan Paracetamol Shortage: বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, পাকিস্তানে প্যারাসিটামলের জন্য হাহাকার