LIVE TREND: স্বাধীনতা চায় না স্কটল্যান্ড

ব্রিটেন থেকে কি বিচ্ছিন্ন হবে স্কটল্যান্ড? জানা যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই।  গণনা চলছে স্কটল্যান্ডের ঐতিহাসিক গণভোটের।  গণনার প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে  ব্রিটেনের সঙ্গে থাকার পক্ষেই  মত দিচ্ছেন  সাধারণ স্কটিশরা। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। সাড়ে পাঁচ হাজারের বেশি  ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে নিজেদের মতামত জানিয়েছেন  দেশের সাতানব্বই শতাংশ ভোটদাতা।

Updated By: Sep 19, 2014, 11:20 AM IST
LIVE TREND: স্বাধীনতা চায় না স্কটল্যান্ড

স্কটল্যান্ড: ব্রিটেন থেকে কি বিচ্ছিন্ন হবে স্কটল্যান্ড? জানা যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই।  গণনা চলছে স্কটল্যান্ডের ঐতিহাসিক গণভোটের।  গণনার প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে  ব্রিটেনের সঙ্গে থাকার পক্ষেই  মত দিচ্ছেন  সাধারণ স্কটিশরা। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। সাড়ে পাঁচ হাজারের বেশি  ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে নিজেদের মতামত জানিয়েছেন  দেশের সাতানব্বই শতাংশ ভোটদাতা।

নির্বাচনের LIVE UPDATE:

সকাল ১১টা:   স্বাধীন দেশ নয়, ব্রিটেনে থাকার পক্ষেই রায় দিল স্কটল্যান্ড।  বত্রিশটি কাউন্সিলের মধ্যে ত্রিশটি কাউন্সিলই ব্রিটেনের সঙ্গে থাকার পক্ষে রায় দিল ঐতিহাসিক  গণভোটে।  স্বাধীন স্কটল্যান্ডের বিপক্ষেই  যে মত দিচ্ছেন  সাধারণ স্কটিশরা,  আজ গননার শুরু থেকেই তা স্পষ্ট ছিল ।  বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। সাড়ে পাঁচ হাজারের বেশি  ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে নিজেদের মতামত জানিয়েছেন  দেশের সাতানব্বই শতাংশ ভোটদাতা।

সকাল ৯টা ৩০:

স্বাধীনতা চায় না স্কটল্যান্ড।  

প্রাথমিক পর্যায়ে স্বাধীনতার বিপক্ষে ভোট।

৩২ টি টি কাউন্সিলের ২০টি স্বাধীনতার বিপক্ষে।

৪ টি কাউন্সিল পক্ষে ভোট দিয়েছে।

এখনও পর্যন্ত ৫৮% ভোট পড়েছে।

.