Bangladesh: তিনদিনের সফরে বাংলাদেশে ডেনমার্কের রাজকুমারী, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন তিনি
সেলিম রেজা, বাংলাদেশ: আগামী ২৫ এপ্রিল থেকে তিনদিনের বাংলাদেশে সফরে যাবেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। এই সফরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের তরফে জানান হয়েছে,মায়ানমার থেকে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে যাবেন রাজকুমারী। কক্সবাজার গিয়ে তাঁদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন তিনি। মায়ানমারে কীভাবে তাঁদের উপর অত্যাচার হয়েছে, তা শুনবেন ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। এছাড়া সাতক্ষীরা জেলায় যাবেন তিনি এবং জলবায়ুর পরিবর্তনের কতটা প্রভাব বাংলাদেশের উপর পড়ছে, তাও দেখতে তিনি।
সম্ভবত, সুন্দরবন ভ্রমণেও যেতে পারেন ডেনমার্কের রাজকুমারী। ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসনের সফর ঘিরে বাংলাদেশের ঢাকা, কক্সবাজার এবং সাতক্ষীর নিরাপত্তা কঠোর করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।