ইঙ্গ নারীর অঙ্গ শোভায় শাড়ি, সত্যি ভোট বড় বালাই!
নিপাট ভারতীয় কায়দায় শাড়ি পরে মন্দিরে পুজো দিচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরিজা মে। ছবিটা আজকের নয়। এর আগে তিনি যখন ভারত সফরে এসেছিলেন তখন বেঙ্গালুরুর একটি মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি, বলা হচ্ছে সেই ছবির কথাই। কিন্তু তাহলে হঠাত্ এখন কেন এনিয়ে আলোচনা! কারণ, সেই ছবি এবং তার সঙ্গে আরও অনেক ছবির মিশেল ঘটিয়ে তৈরি হয়েছে একটি হিন্দি মিউডিক ভিডিও। 'থেরিজা কে সাথ' নামক মিউজিক ভিডিওটি ব্যবহার করা হচ্ছে ব্রিটেনের আসন্ন সাধারণ নির্বাচনে কনজারভেটিভ দলের প্রর্থী থেরিজা মের পক্ষে সেদেশে বসবাসী ১৬ লক্ষ ব্রিটিশ ইন্ডিয়ানের সমর্থন সুনিশ্চিত করতে। উল্লেখ্য, আগামী ৮ই জুন ব্রিটেনের নির্বাচন। সেই নির্বাচনে পুনরায় জয়লাভ করে প্রধানমন্ত্রীর কুর্সিতে থাকতে চেয়েই লড়াইয়ে নেমেছেন বর্তমানে ক্ষমতাসীন থেরিজা মে। দেখুন সেই ভিডিও-
ওয়েব ডেস্ক: নিপাট ভারতীয় কায়দায় শাড়ি পরে মন্দিরে পুজো দিচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরিজা মে। ছবিটা আজকের নয়। এর আগে তিনি যখন ভারত সফরে এসেছিলেন তখন বেঙ্গালুরুর একটি মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি, বলা হচ্ছে সেই ছবির কথাই। কিন্তু তাহলে হঠাত্ এখন কেন এনিয়ে আলোচনা! কারণ, সেই ছবি এবং তার সঙ্গে আরও অনেক ছবির মিশেল ঘটিয়ে তৈরি হয়েছে একটি হিন্দি মিউডিক ভিডিও। যা ব্যবহার করা হচ্ছে ব্রিটেনের আসন্ন সাধারণ নির্বাচনে কনজারভেটিভ দলের প্রর্থী থেরিজা মের পক্ষে সেদেশে বসবাসী ১৬ লক্ষ ব্রিটিশ ইন্ডিয়ানের সমর্থন সুনিশ্চিত করতে। উল্লেখ্য, আগামী ৮ই জুন ব্রিটেনের নির্বাচন। সেই নির্বাচনে পুনরায় জয়লাভ করে প্রধানমন্ত্রীর কুর্সিতে থাকতে চেয়েই লড়াইয়ে নেমেছেন বর্তমানে ক্ষমতাসীন থেরিজা মে। দেখুন সেই ভিডিও-